কলকাতা, 21 সেপ্টেম্বর: অন্তসত্ত্বার শারীরিক অবস্থা এতটাই জটিল হয়ে গিয়েছিল যে, প্রসব করানোর জন্য তাঁকে ডেলিভারি ওয়ার্ডে নিয়ে যাওয়ার মতো সময় চিকিৎসকদের হাতে ছিল না । এমনকী ওই অন্তসত্ত্বা কোরোনা আক্রান্ত কি না তাও পরীক্ষা করে দেখার মতো সময় ছিল না । এই ধরনের পরিস্থিতির মাঝে ঝুঁকি নিয়ে ওই অন্তঃসত্ত্বা এবং তাঁর গর্ভস্থ সন্তানকে বাঁচাতে হাসপাতালের ইমারজেন্সি বিভাগেই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করে প্রসব করানো হয় । পরে ওই অন্তঃসত্ত্বার কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । সল্টলেকের এক বেসরকারি হাসপাতালের ঘটনা ।
ওই অন্তসত্ত্বার স্বামী BSF জওয়ান । সল্টলেকের BSF ক্যাম্পে বর্তমানে তাঁর পোস্টিং রয়েছে । তাঁরা ওড়িশার বাসিন্দা । প্রসব যন্ত্রণা ওঠায় শনিবার বিকেলে তাঁকে সল্টলেকের বেসরকারি ওই হাসপাতালের ইমারজেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয় । চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করে বুঝতে পারেন, জরুরি ভিত্তিতে দ্রুততার সঙ্গে এই অন্তঃসত্ত্বার প্রসব করাতে হবে। না হলে তাঁর শারীরিক অবস্থা আরও জটিল হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তাঁর শ্বাসকষ্টও হচ্ছিল। তাই ইমারজেন্সি বিভাগেই দ্রুততার সঙ্গে ওই অন্তসত্ত্বার অস্ত্রোপচার করা হয় । পুত্রসন্তানের জন্ম দেন তিনি । চিকিৎসকরা জানিয়েছেন, সদ্যোজাতের ওজন 3.4 কেজি। শেষ খবর পাওয়া পর্যন্ত মা ও সন্তান ভালো আছেন । সেই সঙ্গে রিপোর্ট পজ়িটিভ আসায় ওই বেসরকারি হাসপাতালেই প্রসূতির কোরোনা চিকিৎসা চলছে । এবং সদ্যোজাতকে পাঠানো হয়েছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ।