কলকাতা, 6 ডিসেম্বর : করোনা আবহে নতুন সংযোজন ওমিক্রন ৷ কোভিডের এই নতুন প্রজাতি নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বিশ্বে ৷ ভারতও তার ব্যতিক্রম নয় ৷ ওমিক্রনের সংক্রমণ এড়াতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ৷ হচ্ছে যাত্রীদের থার্মাল স্ক্রিনিং ৷ তাঁদের কাছে করোনা টিকার 2টি ডোজের সার্টিফিকেট রয়েছে কিনা তাও পরীক্ষা করা হচ্ছে ৷ কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রমী চিত্র ধরা পড়েছে কলকাতা বিমানবন্দরে ৷ এখানে মানা হচ্ছে না কোভিডবিধি (covid guidelines are not following in kolkata airport) ৷ হচ্ছে না যাত্রীদের থার্মাল স্ক্রিনিং বা ভ্যাকসিনেশনের ডবল ডোজের সার্টিফিকেটের পরীক্ষা ৷
যাত্রীরাও এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ তাঁরা জানিয়েছেন, থার্মাল স্ক্রিনিং না অন্য কোনও পরীক্ষা তো হচ্ছেই না, এমনকি ভ্যাকসিনের সার্টিফিকেটও দেখতে চাইছেন না বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা ৷ যাত্রীদের লাগেজেরও স্যানিটাইজেশন হচ্ছে না ৷