কলকাতা, 23 নভেম্বর: মৃত্যু এখনও শূন্যে আনা যায়নি । কিন্তু আক্রান্তের সংখ্যা কমছে । তাতেই এ বার বড় সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর (West Bengal Health Department) । জরুরি পরিস্থিতিতে রাজ্যের যে হাসপাতালগুলিতে কোভিড ইউনিট (COVID Facility Units in West Bengal) গড়ে তোলা হয়েছিল, সেগুলিকে ফের নন কোভিড ইউনিটে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হল ।
শুধু হাসপাতালগুলিতেই পরিবর্তন আনা হচ্ছে না । রাজ্যের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা একাধিক সেফ হোমও (COVID Safe Home), কোভিড কালে যেখানে আক্রান্ত রোগীদের থাকার ব্যবস্থা করা হয়েছিল, সেগুলিও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রত্যেক জেলায় শুধুমাত্র দু’টি করে কোভিড হাসপাতাল চালানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর ৷
আরও পড়ুন:COVID-19 Vaccine Second Dose Overdue : টিকার দ্বিতীয় ডোজে অনীহা ? নিলেন না প্রায় 18 লাখ রাজ্যবাসী