কলকাতা, 17 জানুয়ারি : একদিকে আবহাওয়ার খামখেয়ালিপনা ৷ অন্যদিকে শহরে বেড়ে চলা করোনা পরিস্থিতি ৷ এই দুইয়ের সাঁড়াশি চাপে নাভিশ্বাস উঠছে ওয়েলিংটনের শীত পোশাক বিক্রেতাদের (Wellington Winter Clothing Market) ৷ প্রায় প্রতিদিনই ফাঁকা থাকছে বাজার ৷ যে বাজারে মূলত সিকিম, হিমাচল প্রদেশ, পঞ্জাব-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য থেকে ব্যবসায়ীরা শীতের বিভিন্ন পোশাকের পসরা নিয়ে বসেন ৷ কিন্তু, মূলত করোনার তৃতীয় ঢেউয়ের জেরে এ বার তাঁদের বাজার একদমই নেই (Losses in Wellington Winter Clothing Market) ৷
ওয়েলিংটনের এক ব্যবসায়ী জানান, সপ্তাহের কাজের দিনগুলিতেই 70-80 হাজার টাকার পোশাক বিক্রি হত ৷ আর শনি, রবিবার ছুটির দিনে সেই অঙ্ক লাখ পেরিয়ে যেত ৷ তবে, বিগত দু’বছর ধরে করোনা সংক্রমণের জেরে ব্যবসা অনেকটাই কমেছে বলে জানাচ্ছেন এখানকার দোকানিরা (Covid Effects in Wellington Winter Clothing Market) ৷ এখানে মূলত সিকিম, হিমাচল প্রদেশ, পঞ্জাবের মত উত্তর ভারতের রাজ্যগুলি থেকে আসা ব্যবসাদারা ওয়েলিংটন মার্কেটে শীতের পোশাকের পসরা নিয়ে বসেন ৷ বাজার চলে মাস চারেকের জন্য ৷ প্রায় 600 থেকে 700 স্টল হত এখানে ৷ তবে, গত বছর থেকে স্টল সংখ্যা অনেকটাই কমে গিয়েছে ৷