কলকাতা, 12 নভেম্বর : কোরোনার সংক্রমণ প্রতিরোধের জন্য বেসরকারি হাসপাতালের আউটডোরে ইনফেকশন কন্ট্রোল চার্জ হিসাবে রোগী পিছু 50 টাকা করে নেওয়ার কথা নির্দেশিকায় বলেছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) ৷ অথচ স্বাস্থ্য কমিশনের এই নির্দেশিকা অমান্য করে রোগী পিছু 250 টাকা করে নিচ্ছিল মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতাল । এক অভিযোগের জেরে ওই হাসপাতালকে 10 লাখ টাকা দিতে বলল কমিশন । এই টাকায় অপুষ্টিতে ভুগতে থাকা শিশুদের জন্য প্রতিদিন একটি করে ডিম খাওয়ানোর পরিকল্পনা নিয়েছে তারা ।
কমিশন জানিয়েছে, ঢাকুরিয়া এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব এক প্রৌঢ় তাঁর স্ত্রীকে নিয়ে মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালের আউটডোরে চিকিৎসা করাতে গিয়েছিলেন 15 অক্টোবর । সেখানে তাঁদের কাছ থেকে ইনফেকশন কন্ট্রোল চার্জ হিসাবে 250 টাকা করে মোট 500 টাকা নেওয়া হয় । এই চার্জ দেওয়ার আগে এই প্রৌঢ় ওই হাসপাতালে বলেছিলেন, ইনফেকশন কন্ট্রোল চার্জ হিসাবে 50 টাকা করে নেওয়া যাবে বলে রাজ্যের স্বাস্থ্য কমিশন জানিয়েছে । তারপরও ওই হাসপাতালে প্রৌঢ় ও তাঁর স্ত্রীর জন্য 250 টাকা করে মোট 500 টাকা নেওয়া হয় । পর দিন এই বিষয়ে কমিশনে অভিযোগ দায়ের করেন ওই প্রৌঢ় । COVID-19 প্রতিরোধের জন্য বেসরকারি বিভিন্ন হাসপাতালে ইনফেকশন কন্ট্রোল চার্জ হিসাবে বিভিন্ন রকমের চার্জ নেওয়ার বিষয়টি জানতে পারে কমিশন ।
এর জেরে 1 অগাস্ট নির্দেশিকা জারি করে কমিশন জানিয়েছিল, বেসরকারি কোনও হাসপাতালের আউটডোরে চিকিৎসা করাতে গেলে ইনফেকশন কন্ট্রোল চার্জ হিসাবে রোগীর কাছ থেকে 50 টাকা নেওয়া যাবে । রোগীর সঙ্গে অন্য কেউ থাকলে সে ক্ষেত্রে আরও 50 অর্থাৎ মোট 100 টাকা নেওয়া যাবে । চিকিৎসক যদি রোগী দেখার জন্য PPE ব্যবহার করেন, তাহলে ওই PPE-র জন্য সংশ্লিষ্ট রোগীর কাছ থেকে আরও 50 টাকা নেওয়া যাবে । কমিশন জানিয়েছে, কমিশনের এই COVID-19 নির্দেশিকা না মানার জন্য বেসরকারি ওই হাসপাতালকে জরিমানা করা হয়নি । তবে কর্পোরেট সোশাল রেসপন্সিবিলিটি (CSR) হিসাবে ওই বেসরকারি হাসপাতালকে 10 লাখ টাকা জমা করতে বলা হয়েছে । অপুষ্টিতে ভুগতে থাকা শিশুদের জন্য এই 10 লাখ টাকা খরচ করার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্যের এই স্বাস্থ্য কমিশন ।