পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাউকে টাকা নয়, কোভিড দেহ সৎকারে শ্মশানে হোর্ডিং কলকাতা পৌরনিগমের - হোর্ডিং

কোভিড মৃতদেহ সৎকারে প্রতিদিনই বহু অভিযোগ আসে কলকাতা পৌরনিগমে । ভুরিভুরি আসা এই অভিযোগ বন্ধ করতেই এবার নয়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পৌরনিগম । গতকালই 5 জন কর্মীকে সাসপেন্ড করা হয় এই অভিযোগের ভিত্তিতে ।

ATIN GHOSH
কলকাতা শহরের শ্মশানগুলিতে হোডিং বোর্ড লাগাবে কলকাতা পৌরনিগম

By

Published : Jun 11, 2021, 10:04 PM IST

কলকাতা, ১১ জুন: কোভিড মৃতদেহ সৎকারে প্রতিদিনই বহু অভিযোগ আসে কলকাতা পৌরনিগমে । ভুরিভুরি আসা এই অভিযোগ বন্ধ করতেই এবার নয়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পৌরনিগম । গতকালই 5 জন কর্মীকে সাসপেন্ড করা হয় এই অভিযোগের ভিত্তিতে । এরপরই এদিন কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য তথা স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ করোনা মৃতদেহ সৎকার সহ শ্মশানগুলি থেকে আসা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এদিন এক জরুরি বৈঠক করেন । এই বৈঠকে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এবার থেকে কলকাতা পৌরনিগমের সবকটি শ্মশানে হোর্ডিং লাগানো হবে । এই বোর্ডগুলিতে লেখা থাকবে দেহ সৎকারের জন্য কাউকে টাকা দিতে হবে না । সেইসঙ্গে কেউ যদি অবৈধভাবে অতিরিক্ত টাকার দাবি করে তাহলে ফোন করে অভিযোগ জানান ।

কলকাতা শহরের শ্মশানগুলিতে হোডিং বোর্ড লাগাবে কলকাতা পৌরনিগম

পাশাপাশি শববাহী গাড়িগুলিতে যে নির্দিষ্ট টাকা রয়েছে তার থেকে টাকা বেশি দাবি করলে অথবা সৎকার করতে না চাইলে কলকাতা পৌরনিগমের কন্ট্রোল রুমে ফোন করে জানাতে বলা হয়েছে । এই বোর্ডগুলিতে কলকাতা পৌরনিগমের কন্ট্রোল রুমের ফোন নম্বর দেওয়া থাকবে । সেইসঙ্গে কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য তথা অতীন ঘোষের ব্যক্তিগত ফোন নম্বর দেওয়া থাকবে সেই বোর্ডে । কলকাতা পৌরনিগমের সবকটি শ্মশানে এই বোর্ডগুলি লাগানো হবে । সেইসঙ্গে শ্মশানের কর্মী ও ডোমদের দেওয়া হবে অ্যাপ্রোন । যাতে তাঁদের আলাদাভাবে চিহ্নিত করা যায় ।

আরও পড়ুন: ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন তদন্তকারী অফিসাররা

এদিন অতীনবাবু জানান, শহরবাসীকে আরও বেশি সচেতন হতে হবে । শববাহী গাড়ি থেকে শ্মশানে কেউ কোনওরকম অতিরিক্ত অর্থ দাবি করলেই সরাসরি ফোন করেন অভিযোগ জানানোর জন্য আবেদন করেছেন তিনি । গতকালই একজন কর্মীকে সাসপেন্ড করা হয়েছে । এইরকম অভিযোগ এলে আগামী দিনেও কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ।

ABOUT THE AUTHOR

...view details