কলকাতা, 25 সেপ্টেম্বর : আদালতকক্ষে প্লেক্সিগ্লাস লাগানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের COVID কমিটির । রাজ্যের সমস্ত নিম্ন আদালত এবং কলকাতা হাইকোর্টের আদালতকক্ষে এই প্লেক্সিগ্লাস লাগানোর নির্দেশ দিয়েছে কমিটি । COVID-19 পরিস্থিতিতে আদালতের কাজকর্ম কীভাবে চলবে সেই বিষয়টি দেখার জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, বিচারপতি হরিশ ট্যান্ডন, বিচারপতি আই পি মুখোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনকে নিয়ে গঠিত হয়েছিল এই কমিটি ।
আদালতকক্ষে প্লেক্সিগ্লাস লাগানোর নির্দেশ COVID কমিটির - kolkata news
রাজ্যের সমস্ত নিম্ন আদালত এবং কলকাতা হাইকোর্টের আদালতকক্ষে প্লেক্সিগ্লাস লাগানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের COVID কমিটি । পাশাপাশি কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত আদালতে কাজের পরিমাণ যাতে আরও বাড়ানো যায় সেই চেষ্টা করার নির্দেশও দিয়েছে কমিটি ।
প্লেক্সিগ্লাস লাগানোর পাশাপাশি আরও কয়েকটি নির্দেশ দিয়েছে এই কমিটি । যেমন কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত আদালতে কাজের পরিমাণ যাতে আরও বাড়ানো যায় সেই চেষ্টা করার নির্দেশও দিয়েছে কমিটি । হাইকোর্ট ও নিম্ন আদালতগুলোতে যাতে আরও বেশি সংখ্যক কর্মচারীকে আসার ব্যাপারে উৎসাহ দেওয়া হয় সেই সুপারিশ করেছেন এই কমিটি । কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চসহ মোট চারটি ডিভিশন বেঞ্চ, চারটি সিঙ্গল বেড বেঞ্চে শুনানি চলছে এর সাথে আরও দুটি সিঙ্গল বেঞ্চে সপ্তাহে তিনদিন মামলার শুনানি করার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি পোর্ট ব্লেয়ার সার্কিট বেঞ্চে শুধুমাত্র বুধবার দিনই মামলা শুনানি করার নির্দেশ দিয়েছে COVID কমিটি ।
কমিটির নির্দেশ, কোনও জরুরি শুনানির আবেদন করার দরকার নেই । মামলা পর্যায়ক্রমে শুনানি করা হবে । শুধুমাত্র মামলার অন্তিম শুনানির দিনই ফিজ়িকাল হেয়ারিং সুপারিশ করা হয়েছে । তবে পাঁচ-ছ জনের বেশি আইনজীবী যেন আদালত কক্ষে প্রবেশ না করেন । মামলার প্রাথমিক শুনানির দিনগুলো ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই করার সুপারিশ করেছে কমিটি । আনলক পর্ব শুরু হওয়ার পর থেকে কলকাতা হাইকোর্টের কাজকর্ম আগের তুলনায় বাড়লেও তা একেবারেই যথেষ্ট নয় । লকডাউনের দিনগুলি এবং কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট ছুটির দিনগুলি বাদে কলকাতা হাইকোর্টের বেশ কয়েকটি বেঞ্চে চলছে শুনানির কাজ । তবে প্রায় সবটাই হচ্ছে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে । সাধারণ মামলাকারী থেকে আইনজীবী সবপক্ষকেই এখনও সশরীরে কলকাতা হাইকোর্টে হাজির না হয়ে বরং ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে শুনানিতে অংশগ্রহণ করার ব্যাপারে উৎসাহিত করা হচ্ছে ।