কলকাতা, 5 এপ্রিল : ছয় দিনের মধ্যে এ রাজ্যে করোনার (COVID-19) দৈনিক সংক্রমণ পাঁচশো থেকে এক হাজারে পৌঁছেছিল। সেই সংক্রমণ বেড়ে দু'হাজারের সংখ্যা ছুঁয়ে ফেলল মাত্র চার দিনের মাথায় । অন্যান্য রাজ্যের পাশাপাশি এ রাজ্যেও দ্রুত বাড়ছে করোনার সংক্রমণ। অথচ দেখা যাচ্ছে এখনও বহু ক্ষেত্রে মানা হচ্ছে না ন্যূনতম স্বাস্থ্যবিধি। যা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকমহল ৷
চিকিৎসকরা জানিয়েছেন, এভাবে চলতে থাকলে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । রবিবার স্বাস্থ্য দফতর জানিয়েছে, একদিনে এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন এক হাজার 957 জন । অর্থাৎ, এ রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ প্রায় দু'হাজারে পৌঁছে গেল। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত 31 মার্চ রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 982 জন । মাত্র চারদিনের মাথায় দৈনিক সংক্রমণের সংখ্যা বেড়ে দু'হাজার ।
চিকিৎসকদের অনুমান, সচেতনতা না থাকলে করোনার দ্বিতীয় ঢেউ দ্রুত আছড়ে পড়বে ৷ চিকিৎসকদের একটি সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে, এবার করোনার সংক্রমণ দ্বিগুণ বেগে ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে । গত বছর জুনে দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ন'হাজার 633 । 11 সেপ্টেম্বরে অর্থাৎ 105 দিনের মাথায় করোনার দৈনিক সংক্রমণ পৌঁছে গিয়েছিল 97 হাজার 654-তে।