পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিকেয় স্বাস্থ্যবিধি, মাত্র চার দিনে দু'হাজারে পৌঁছে গেল করোনার দৈনিক সংক্রমণ - পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা

লাফিয়ে বাড়ছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা । চিকিৎসকরা বলছেন, করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য ন্যূনতম স্বাস্থ্যবিধি হিসেবে সঠিকভাবে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, হাত স্যানিটাইজার অথবা সাবান দিয়ে ধুতে হবে।

শিকেয় স্বাস্থ্যবিধি, মাত্র চার দিনে দু'হাজারে পৌঁছে গেল করোনার দৈনিক সংক্রমণ
শিকেয় স্বাস্থ্যবিধি, মাত্র চার দিনে দু'হাজারে পৌঁছে গেল করোনার দৈনিক সংক্রমণ

By

Published : Apr 5, 2021, 8:47 AM IST

কলকাতা, 5 এপ্রিল : ছয় দিনের মধ্যে এ রাজ্যে করোনার (COVID-19) দৈনিক সংক্রমণ পাঁচশো থেকে এক হাজারে পৌঁছেছিল। সেই সংক্রমণ বেড়ে দু'হাজারের সংখ্যা ছুঁয়ে ফেলল মাত্র চার দিনের মাথায় । অন্যান্য রাজ্যের পাশাপাশি এ রাজ্যেও দ্রুত বাড়ছে করোনার সংক্রমণ। অথচ দেখা যাচ্ছে এখনও বহু ক্ষেত্রে মানা হচ্ছে না ন্যূনতম স্বাস্থ্যবিধি। যা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকমহল ৷

চিকিৎসকরা জানিয়েছেন, এভাবে চলতে থাকলে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । রবিবার স্বাস্থ্য দফতর জানিয়েছে, একদিনে এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন এক হাজার 957 জন । অর্থাৎ, এ রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ প্রায় দু'হাজারে পৌঁছে গেল। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত 31 মার্চ রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 982 জন । মাত্র চারদিনের মাথায় দৈনিক সংক্রমণের সংখ্যা বেড়ে দু'হাজার ।

চিকিৎসকদের অনুমান, সচেতনতা না থাকলে করোনার দ্বিতীয় ঢেউ দ্রুত আছড়ে পড়বে ৷ চিকিৎসকদের একটি সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে, এবার করোনার সংক্রমণ দ্বিগুণ বেগে ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে‌ । গত বছর জুনে দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ন'হাজার 633 । 11 সেপ্টেম্বরে অর্থাৎ 105 দিনের মাথায় করোনার দৈনিক সংক্রমণ পৌঁছে গিয়েছিল 97 হাজার 654-তে।

আরও পড়ুন :রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে করোনা, 2 হাজার ছুঁইছুঁই দৈনিক সংক্রমণ

চলতি বছরের 11 ফেব্রুয়ারি দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ন'হাজার 353 । 3 এপ্রিল সংক্রমণের সংখ্যা বেড়ে পৌঁছে যায় 92 হাজার 998-এ । অর্থাৎ, গত বছর করোনার দৈনিক সংক্রমণ 105 দিনে যত সংখ্যক বেড়েছে, এ বছর মাত্র 51 দিনে সেই সংখ্যা পৌঁছে গিয়েছে ।

ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে, এভাবে চলতে থাকলে আর কয়েক দিনের মধ্যে এরাজ্যে দৈনিক সংক্রমণ 10 হাজারে পৌঁছে যাবে। সরকারি এবং বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফেও বারবার বলা হচ্ছে, করোনার সংক্রমণ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। অথচ বেশিরভাগ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি শিকেয় উঠেছে । শুধুমাত্র সামাজিক দূরত্ব নয়, অধিকাংশ মানুষকে মাস্ক পরতে দেখা যাচ্ছে না।

ABOUT THE AUTHOR

...view details