কলকাতা, 10 জানুয়ারি : রাজ্যে একধাক্কায় কমল কোরোনা সংক্রমণ ৷ একদিনে আক্রান্ত হয়েছেন 612 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 823 ৷ এদিকে কমেছে একদিনে মৃত্যুর সংখ্যা । শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 16 জনের ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 19 ।
আরও পড়ুন :কোভিশিল্ড মিলবে 200 টাকায়, আজই দাম নির্ধারণ : সূত্র
রাজ্যে এই নিয়ে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 5 লাখ 61 হাজার 321 । মোট মৃত্যু হয়েছে 9 হাজার 957 জনের । অন্যদিকে বাড়ছে সুস্থতার হার । রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে 96.88% ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন 939 জন ৷ এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন মোট 5 লাখ 43 হাজার 826 জন ৷ রাজ্যে বর্তমানে 7 হাজার 538 জন কোরোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৷
আরও পড়ুন : পঞ্চাশোর্ধ্ব কো-মরবিড ব্যক্তিদের কোরোনার ভ্যাকসিন দেওয়া হবে চতুর্থ দফায়
জেলাগুলির মধ্যে গত 24 ঘণ্টায় উত্তর 24 পরগনায় আক্রান্তের অনেকটাই কমেছে ৷ আক্রান্ত হয়েছেন 162 জন ৷ গতকাল সংখ্যাটা ছিল 226 ৷ এই জেলায় মৃত্যু হয়েছে 6 জনের । শেষ 24 ঘণ্টায় কলকাতায়ও কমেছে আক্রান্তের সংখ্যা ৷ 164 জন ৷ গতকাল ছিল 231 ৷ মৃত্যু হয়েছে 3 জনের ৷ 9 জানুয়ারি পর্যন্ত রাজ্যে মোট 74 লাখ 64 হাজার 813টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷