পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা আক্রান্তের মৃত্যু, NRS-এর ছায়া RG কর-এ - কোরোনা ভাইরাস

RG করে মৃত্যু মহিলার । মৃত্যুর পরই তাঁর রিপোর্ট হাতে আসে । তখন জানা যায় তিনি COVID 19 পজ়িটিভ ছিলেন ।

ছবি
ছবি

By

Published : Apr 6, 2020, 11:51 PM IST

Updated : Apr 7, 2020, 8:09 AM IST

কলকাতা, 6 এপ্রিল : NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের ছায়া এবার RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালে। নভেল কোরোনা ভাইরাস ডিজিজ় (COVID-19)-এ আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হল RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালে। NRS-এর মতো RG করের এই রোগীর ক্ষেত্রেও নমুনা পরীক্ষার রিপোর্ট আসে তাঁর মৃত্যুর পরে। রিপোর্টে জানা যায়, মৃত COVID-19 পজ়িটিভ। তবে, এই রোগীকে যেহেতু আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল, সেজন্য এই রোগীর সংস্পর্শে আসা RG করের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের সংখ্যা NRS-র তুলনায় অনেক কম। যদিও এই রোগীর মৃত্যুর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কলকাতার বাসিন্দা ওই মহিলাকে ভরতি করা হয়েছিল RG কর-এ। চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তাঁকে এই হাসপাতালে COVID-19-এর রোগীদের জন্য তৈরি আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। শনিবার (4 এপ্রিল) এই রোগীর মৃত্যু হয়। রোগীর নমুনা পরীক্ষার রিপোর্ট আসে গতকাল । রিপোর্টে জানা যায় এই রোগী COVID-19 পজ়িটিভ। যেহেতু এই রোগীকে আগে থেকেই আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল, সেক্ষেত্রে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট 10 জনকে কোয়ারান্টাইনে পাঠানো হবে।

NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে COVID-19 -এর সংক্রমণ সন্দেহে এক যুবকের চিকিৎসা চলছিল। তিনিও কলকাতার বাসিন্দা ছিলেন। শনিবার ওই যুবকের মৃত্যু হয়। এক্ষেত্রেও যুবকের নমুনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই তাঁর মৃত্যু হয়। রিপোর্টে COVID-19 পজ়িটিভ ছিল বলে জানা যায় ।

Last Updated : Apr 7, 2020, 8:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details