কলকাতা, 1 ডিসেম্বর :গোটা বিশ্ব করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন (Omicron) আতঙ্কে কাঁপছে । এই পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে চাইছে না নবান্ন (Nabanna)। করোনাকালীন বিধিনিষেধ 15 ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে সতর্কতার বার্তা দিল রাজ্য প্রশাসন । 30 নভেম্বর পর্যন্ত জারি থাকা বিধিনিষেধের মেয়াদ বাড়ল 15 ডিসেম্বর পর্যন্ত । একই সঙ্গে জোরদার হল রাতের কড়াকড়ি (Nabanna extends West Bengal corona protocol)।
মঙ্গলবার নবান্নের তরফে জারি হওয়া নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যে বর্তমানে যে কোভিডবিধি কার্যকর রয়েছে, তা আগামী 15 ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে (Covid 19 Restrictions Extended in bengal ) । অর্থাৎ, সর্বত্র রাত 11 টা থেকে ভোর 5 টা পর্যন্ত মানুষের চলাফেরা এবং যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে । ছাড় থাকবে শুধুমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে । একই সঙ্গে সব সময় মাস্ক পরে থাকা, শারীরিক দূরত্ববিধি বজায় রাখা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে । অফিস, অন্য প্রতিষ্ঠানগুলিতে কোভিডবিধি যাতে মেনে চলা হয়, সে বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব কর্তৃপক্ষের উপর ছেড়েছে নবান্ন ।
এ দিকে ওমিক্রন সংক্রান্ত খবর সামনে আসতে কেন্দ্র ঝুঁকিপূর্ণ দেশ (Country at risk) হিসেবে 12 টি দেশের তালিকা তৈরি করেছে । এর মধ্যে রয়েছে ব্রিটেন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, বৎসোয়ানা, চিন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবোয়ে, হংকং, সিঙ্গাপুর, ইজরায়েল । বাংলাদেশ ও সিঙ্গাপুর নিয়ে প্রমাদ গুনছে বাংলা । স্বাস্থ্য ভবনও উদ্বিগ্ন বলেই জানা গিয়েছে ।