কলকাতা, 8 মে : আরও ভয়ঙ্কর হচ্ছে করোনা ৷ বাড়ছে মৃত্যু ৷ রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকে এখনও পর্যন্ত সর্বোচ্চ দৈনিক মৃত্যু ৷ শেষ 24 ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে 127 জনের ৷ দৈনিক আক্রান্ত প্রায় 20 হাজার ছুঁই ছুঁই ৷ শেষ 24 ঘণ্টায় রাজ্যে 17 হাজার 436 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷
সবথেকে বেশি দৈনিক সংক্রমণ কলকাতা ও উত্তর 24 পরগনায় ৷ দুই জেলাতেই চার হাজারের কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন শেষ 24 ঘণ্টায় ৷ কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা 3 হাজার 961 এবং উত্তর 24 পরগনায় আক্রান্তের সংখ্যা 3 হাজার 982 ৷ দুই জেলা মিলিয়ে শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 73 জনের ৷