পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে গড়ে প্রতি 5 সেকেন্ডে 1 জনের করোনা, দৈনিক সংক্রমণ 16 হাজার ছুঁইছুঁই - রাজ্যে গড়ে প্রতি 5 সেকেন্ডে 1 জন আক্রান্ত,

রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, দৈনিক সংক্রমণের প্রায় 50 শতাংশই তিনটি জেলা থেকে -- কলকাতা এবং সংলগ্ন উত্তর 24 পরগনা ও হাওড়া ৷

COVID 19 Second wave
ছবি

By

Published : Apr 25, 2021, 9:15 PM IST

কলকাতা, 25 এপ্রিল : হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা । স্বাস্থ্য দফতরে পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে প্রতি 5 সেকেন্ডে গড়ে একজন করে করোনায় আক্রান্ত হচ্ছেন । শেষ 24 ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা 15 হাজার 889, মৃত্যু হয়েছে 57 জনের ৷ দৈনিক সংক্রমণ রাজ্যে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড তৈরি করছে ৷ রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, দৈনিক সংক্রমণের প্রায় 50 শতাংশই তিনটি জেলা থেকে -- কলকাতা এবং সংলগ্ন উত্তর 24 পরগনা ও হাওড়া ৷

সবথেকে খারাপ পরিস্থিতি কলকাতায় ৷ সেখানে শেষ 24 ঘণ্টায় 3 হাজার 779 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 18 জনের ৷ এরপরই রয়েছে উত্তর 24 পরগনা ৷ সেখানে শেষ 24 ঘণ্টায় 3 হাজার 140 জনের শরীরে করোনার হদিশ মিলেছে, মৃত্যু হয়েছে 15 জনের ৷ একইসঙ্গে পাল্লা দিয়ে হাওড়াতেও দাঁত-নখ বের করতে শুরু করেছে করোনা ৷ সেখানে শেষ 24 ঘণ্টায় 889 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷

আরও পড়ুন : কাঠের ভাঁড়ার শূন্য, দেহ সৎকারের জন্য চেয়ার-টেবিল দান স্থানীয়দের

এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা 88 হাজার 880 ৷ রাজ্যে এখন করোনা রোগীদের জন্য সংরক্ষিত বেড রয়েছে 9646 টি ৷ সরকারি হিসেব বলছে, তার মধ্যে এই মুহূর্তে 48.540 শতাংশ বেডে রোগীরা ভর্তি রয়েছে ৷ গত বছর যে সব সরকারি হাসপাতালে কোভিড-19-এর রোগীদের জন্য পৃথক ওয়ার্ডের ব্যবস্থা করা হয়নি, এ বছর সেই সব হাসপাতালে কোভিড রোগীদের জন্য পৃথক ওয়ার্ড চালু করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details