কলকাতা, 6 এপ্রিল : রাজ্যে ফের 2 হাজারের গণ্ডি পার করল দৈনিক সংক্রমণ ৷ নিত্যদিন ঊর্ধ্বমুখী করোনাগ্রাফ ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ ৷ শেষ 24 ঘণ্টায় রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন 2058 জন ৷ গতকাল এই সংখ্যাটি ছিল 1961 ৷ এখনও পর্যন্ত রাজ্যে মোট 5 লাখ 97 হাজার 634 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷
বাড়ছে মৃতের সংখ্যাও ৷ বিগত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 7 জনের ৷ এই নিয়ে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল 10 হাজার 355 ৷ এইমুহূর্তে রাজ্যে 12, 775 জন করোনায় সংক্রমিত ৷ এই সংখ্যাটিও গতকালের তুলনায় 1329 বেশি ৷ এখনও পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 5 লাখ 74 হাজার 504 জন ৷
জেলাগুলির মধ্যে সবথেকে বেশি সংক্রমণের খবর আসছে কলকাতা ও উত্তর 24 পরগনা থেকে ৷ রাজ্য সরকার প্রকাশিত সর্বশেষ করোনা বুলেটিন অনুযায়ী, কলকাতায় শেষ 24 ঘণ্টায় 582 জন করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে 3 জনের ৷ এরপরেই রয়েছে উত্তর 24 পরগনা ৷ সেখানে শেষ 24 ঘণ্টায় 472 জন করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে 1 জনের ৷ মালদা, মুর্শিদাবাদ ও হুগলিতেও এক জন করে করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷
আরও পড়ুন : প্রথমবারের থেকেও বেশি দ্রুত সংক্রমণ করোনার
দেশের একাধিক প্রান্তে করোনায় দ্বিতীয় ঢেউ আসতে শুরু করছে ৷ দেশে কর্নাটকে করোনার দ্বিতীয় ধাক্কা সামাল দিতে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে ৷ মহারাষ্ট্রে সপ্তাহান্তে নাইট কার্ফু জারি করা হচ্ছে ৷ ইতিমধ্যে রাজস্থানে চলছে নাইট কার্ফু ৷ আজ থেকে দিল্লিতে রাত 10 টার পর থেকে নাইট কার্ফু জারি করা হয়েছে ৷ চণ্ডিগড়েও আগামীকাল থেকে নাইট কার্ফু জারি হচ্ছে ৷ 8 এপ্রিল থেকে ঝাড়খণ্ডে রাত 8 টার পর থেকে ক্লাব, রেস্তঁরা, দোকান বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে ৷