কলকাতা, 27 নভেম্বর : কোরোনায় আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ গতকাল তাঁর শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে৷ তবে উপসর্গহীন হওয়ায় তাঁকে ভরতি করা হয়নি হাসপাতালে৷ বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি৷ গতকাল তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়৷ রিপোর্ট পজ়িটিভ আসে৷ তারপর থেকেই হোম আইসোলেশনে আছেন CPI(M)-র রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ রিপোর্ট পজ়িটিভ আসার পরই গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের কোরোনা পরীক্ষা করার উপদেশ দিয়েছেন তিনি৷
ভালো আছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য - কোরোনায় আক্রান্ত হন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান
কোরোনায় আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন তিনি৷
বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্তি বিভিন্ন কাজের কারণে তাঁর বাড়িতে বিভিন্ন লোকের নিয়মিত যাতায়াত রয়েছে। তবে, আপাতত তাঁর বাড়িতে সকলের প্রবেশ নিষেধ রয়েছে। বাড়িতে অগ্রিম অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা হয়েছে। তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন CPI(M)-র সদস্য তথা চিকিৎসক ফুয়াদ হালিম৷
25 নভেম্বর কোরোনায় আক্রান্ত হন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান৷ বর্তমানে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। অথচ সামনেই বিধানসভা নির্বাচন৷ এই পরিস্থিতিতে রাজ্যের দুই বিরোধী দলের গুরুত্বপূর্ণ দুই নেতা কোরোনায় আক্রান্ত হওয়ায় কিছুটা হলেও উদ্বিগ্ন CPI(M) ও কংগ্রেস। মূলত, দুই দলের মধ্যে জোটের প্রক্রিয়ার আলাপ-আলোচনায় আবদুল মান্নান ছিলেন অন্যতম প্রধান মুখ। তাঁর অসুস্থতার ফলে জোট প্রক্রিয়ার প্রস্তুতি কিছুটা হলেও থমকে যাবে বলে মনে করছে প্রদেশ কংগ্রেস ৷