কলকাতা, 6 জুন : স্বাস্থ্য পরিষেবা নিয়ে ফের একবার রাজ্য সরকারকে নিশানা বামেদের । কোরোনা পরিস্থিতির মধ্যেই দুই স্বাস্থ্য সচিবকে পরিবর্তন করেছে নবান্ন । এই পরিবর্তন রাজ্য সরকারের স্বাস্থ্য পরিকাঠামোর দুর্বলতাকেই তুলে ধরছে, মত বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর । পাশাপাশি, আমফান মোকাবিলায় কেন্দ্রীয় সাহায্য যাতে দ্রুত কার্যকর হয় সেই দাবিও তুলেছেন তিনি । কোনও রং-দল দেখে নয়, প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে সাহায্য পান, সেটা নিশ্চিত করুক সরকার, দাবি সুজনের । তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, আমফানের তাণ্ডবে প্রকৃত ক্ষতিগ্রস্তরা যেন বঞ্চিত না হন, সে বিষয়ে । 2009 সালের আয়লায় ক্ষতিপূরণের প্রসঙ্গ তুলে সুজনের দাবি, সে সময় নিরপেক্ষভাবে ত্রাণ বণ্টন করা হয়েছিল । কিন্তু, বর্তমান সরকারের আমলে বিষয়টা সম্পূর্ণ রাজনৈতিক চেহারা পেয়েছে ।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, স্বয়ং মুখ্যমন্ত্রীই । তাই স্বাস্থ্য-চিত্র নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় তুললেন সুজন । বাংলায় কোরোনা পরীক্ষা ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ করে তিনি বলেন, "শুধু কোরোনা চিকিৎসা-ই নয়, সঠিক তথ্য দিতে পারেনি রাজ্য সরকার । তথ্য লুকানো হচ্ছে ।" রাজ্যের পাশাপাশি কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, "পরিকল্পনাবিহীনভাবে মাত্র কয়েক ঘণ্টার নোটিসে কেন্দ্র লকডাউন ঘোষণা করেছে । এর ফল ভুগতে হচ্ছে প্রত্যেককে ।"