পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

134 ! রেকর্ড দৈনিক মৃত্যু রাজ্যে, 56 শতাংশ শুধু দুই জেলায় - Coronavirus cases in West Bengal

শুধু উত্তর 24 পরগনাতেই 42 জনের মৃত্যু হয়েছে ৷ আর তারপরেই রয়েছে কলকাতা ৷ সেখানে শেষ 24 ঘণ্টায় 34 জনের মৃত্যু হয়েছে ৷

পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যু
ছবি

By

Published : May 10, 2021, 7:41 PM IST

Updated : May 10, 2021, 10:11 PM IST

কলকাতা, 10 মে : বেড়েই চলেছে করোনার দাপট ৷ দৈনিক মৃত্যু আজ সর্বাধিক ৷ রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, শেষ 24 ঘণ্টার করোনায় মৃত্যু হয়েছে 134 জন ৷ এর মধ্যে শুধু উত্তর 24 পরগনাতেই 42 জনের মৃত্যু হয়েছে ৷ আর তারপরেই রয়েছে কলকাতা ৷ সেখানে শেষ 24 ঘণ্টায় 34 জনের মৃত্যু হয়েছে ৷

আজও রাজ্যে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা 19 হাজারের উপরে ৷ শেষ 24 ঘণ্টায় রাজ্যে 19 হাজার 445 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 1 লাখ 26 হাজার 663 ৷ রাজ্যে এখনও পর্যন্ত 8 লাখ 73 হাজার 480 জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৷ শেষ 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 18 হাজার 675 জন ৷

আরও পড়ুন : সৎকারে পাঠানোর দায়িত্ব নিয়ে চাপানউতোর, 48 ঘণ্টা হাসপাতালে করোনায় মৃতের দেহ

পরিস্থিতি সামাল দিতে আরও বেড বাড়ানো হয়েছে করোনা আক্রান্তদের জন্য ৷ রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী আজ আরও 1,402 টি করোনা বেড বাড়ানো হয়েছে ৷ রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্তদের জন্য মোট বেড রয়েছে 18 হাজার 602 টি ৷

Last Updated : May 10, 2021, 10:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details