কলকাতা, 10 মে : বেড়েই চলেছে করোনার দাপট ৷ দৈনিক মৃত্যু আজ সর্বাধিক ৷ রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, শেষ 24 ঘণ্টার করোনায় মৃত্যু হয়েছে 134 জন ৷ এর মধ্যে শুধু উত্তর 24 পরগনাতেই 42 জনের মৃত্যু হয়েছে ৷ আর তারপরেই রয়েছে কলকাতা ৷ সেখানে শেষ 24 ঘণ্টায় 34 জনের মৃত্যু হয়েছে ৷
আজও রাজ্যে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা 19 হাজারের উপরে ৷ শেষ 24 ঘণ্টায় রাজ্যে 19 হাজার 445 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 1 লাখ 26 হাজার 663 ৷ রাজ্যে এখনও পর্যন্ত 8 লাখ 73 হাজার 480 জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৷ শেষ 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 18 হাজার 675 জন ৷