কলকাতা, 15 মে: COVID-19-এর সংক্রমণ কলকাতায় এখন আরও অনেক বেশি ছড়িয়ে পড়ার আশঙ্কায় রয়েছেন সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা । বাস-ক্যাব-ট্যাক্সি চলাচলের জন্য সরকারি সিদ্ধান্তের জেরে এই আশঙ্কা তৈরি হয়েছে । এই ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষ যাতে সংক্রমণ মুক্ত থাকতে পারেন তার জন্য নিয়ম মেনে চলার কথা বলেছেন চিকিৎসকরা ।
COVID-19-এর সংক্রমণ কলকাতাসহ রাজ্যের বিভিন্ন অংশে যে আরও ছড়িয়ে পড়বে তার আশঙ্কা অনেক আগেই তৈরি হয়েছে সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের বিভিন্ন অংশে । পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে COVID-19 নির্ণয়ের জন্য আরও অনেক বেশি নমুনা পরীক্ষার প্রয়োজন । তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত । এই বিষয়ে সরকারি-বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের তরফে একাধিকবার রাজ্য সরকারকে চিঠিতে জানানো হয়েছে । বাড়িতে বাড়িতে স্বাস্থ্যকর্মীদের পাঠিয়ে পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়েছে । চিকিৎসকদের বিভিন্ন অংশে এমন আশঙ্কা তৈরি হওয়ার কারণও রয়েছে অনেকগুলি ।
স্বাভাবিক নিয়মে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি হতে থাকে । এর সঙ্গে যুক্ত হয়েছিল লকডাউন চলাকালীন কলকাতাসহ রাজ্যের বিভিন্ন অংশে মানুষের নিয়ম না মানার বিষয়গুলি । চিকিৎসকদের কোনও কোনও অংশে মাস দেড়েক আগে থেকেই এমন আশঙ্কাও তৈরি হয়েছে । কলকাতাসহ রাজ্যের বিভিন্ন অংশে মে, জুন, জুলাই মাসে COVID-19 সংক্রমণের হার অনেক বেশি দেখা দেবে । এর মধ্যে সবথেকে বেশি সংক্রমণ দেখা দেবে জুন মাসে । চিকিৎসকদের এই আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছিল মদের দোকান খোলার সরকারি সিদ্ধান্তের জেরে । কারণ, মদের দোকান খোলার সিদ্ধান্তের জেরে বহু মানুষের ভিড় হয়েছিল । COVID-19-এর মোকাবিলায় নিয়ম মানা হয়নি । বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে, ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের রাজ্যে ফেরানোর পরে সরকারি কোয়ারানটিন সেন্টারে রাখা হয়নি । বদলে তাঁদেরকে হোম কোয়ারানটিনে রাখা হয়েছে । এই বিষয়টিও চিকিৎসকদের আশঙ্কা বাড়িয়ে দেওয়ার অন্য একটি কারণ । এই দুই বিষয় নিয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের কোনও কোনও অংশেও উদ্বেগ দেখা গেছে ।
COVID-19-এর সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার অন্য একটি কারণ হিসেবে রয়েছে উপসর্গহীন COVID-19 আক্রান্তদের নিয়ে ।বিভিন্ন ক্ষেত্রে উপসর্গহীন COVID-19 আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে । বহু ক্ষেত্রে উপসর্গহীন অবস্থায় থেকে যাচ্ছেন COVID-19 আক্রান্তরা । আক্রান্তরা নিজেরাও বুঝতে পারছেন না তাঁরা সংক্রমণের শিকার । অথচ, তাঁদের মাধ্যমে COVID-19-এর সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকে যায় । COVID-19 সংক্রান্ত রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী সম্প্রতি কলকাতাসহ রাজ্যের বিভিন্ন অংশে আরও অনেক COVID-19 আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে । যদিও এই বিষয়ে রাজ্য সরকারের তরফে জানানো হচ্ছে, আগের তুলনায় COVID-19 নির্ণয়ের জন্য টেস্ট সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বেশি আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে । তবে, চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের তরফে জানানো হচ্ছে, সংক্রমণ ইতিমধ্যেই অনেক ছড়িয়ে পড়েছে । যার জেরে আক্রান্তের সংখ্যাও বেশি ।