কলকাতা, 8 মে: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিবের জামিন হল না সোমবারও ৷ এ দিন তাঁকে পেশ করা হয় আলিপুর আদালতে ৷ শুনানির পর বিচারক তাঁকে 22 মে পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ৷ যদিও তাঁর আইনজীবী জামিনের জন্য সওয়াল করেছিলেন ৷ কিন্তু তা খারিজ করে দেন বিচারক ৷
প্রসঙ্গত, গত বছর 22 জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হানা দিয়েছিল ৷ প্রায় 24 ঘণ্টা তাঁর বাড়িতে তল্লাশির চালানোর পর তাঁকে গ্রেফতার করা হয় ৷ তখন তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসের মহাসচিব ৷ রাজ্যের শিল্প ও বাণিজ্য-সহ বেশ কয়েকটি দফতরের মন্ত্রী ৷ ফলে রাজ্য রাজনীতিতে হইচই পড়ে গিয়েছিল ৷ পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যায় ৷ পার্থর সঙ্গে অর্পিতাকেও গ্রেফতার করে ইডি ৷
সোমবার শুনানিতে সেই টাকা উদ্ধারের প্রসঙ্গ আবার উঠে এসেছে বলে আদালত সূত্রে খবর ৷ পার্থর জামিনের বিরোধিতা করতে গিয়ে সিবিআইয়ের তরফে জানানো হয়, অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে দফায় দফায় টাকা উদ্ধার হয়েছিল, সেই বিষয়ে আরও তদন্ত প্রয়োজন ৷ তদন্ত এগিয়ে নিয়ে গেলে আরও কিছু উদ্ধার হতে পারে ৷ সেই কারণেই এখনই জামিন দেওয়া উচিত নয় পার্থ চট্টোপাধ্য়ায়কে ৷