পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শুভ্রা কুণ্ডুর জামিন খারিজ, আজই ভুবনেশ্বরের উদ্দেশে রওনা - Rose Valley scam

আদালত শুভ্রা কুণ্ডুর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে । তাঁকে দু'দিনের ট্রানজ়িট রিমান্ডে ভুবনেশ্বর নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত । ভুবনেশ্বরে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হবে তাঁকে ।

শুভ্রা কুণ্ডু
শুভ্রা কুণ্ডু

By

Published : Jan 16, 2021, 9:15 PM IST

কলকাতা, 16 জানুয়ারি : রোজ় ভ্যালি মামলায় দুর্নীতির অভিযোগে সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে আগেই গ্রেপ্তার করেছে সিবিআই । আজ শুভ্রা কুন্ডুকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয় । তাঁকে দু'দিনের ট্রানজ়িট রিমান্ডে ভুবনেশ্বর নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে বিচারপতি । আজ শুভ্রা কুণ্ডুর আইনজীবীর জামিনের আবেদন করলে তা খারিজ করে দেন বিচারক । সেই মতো আজই শুভ্রা কুণ্ডুকে নিয়ে ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবে সিবিআই ।

শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে 17 হাজার কোটি টাকার তছরুপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে । তাঁর বিরুদ্ধে একটি চার্জশিট ও দু'টি কমপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করা হয়েছে । নির্বাচনের আগে আবার চিটফান্ড বা বেআইনি অর্থ লগ্নিকারী সংস্থাদের কেলেঙ্কারি নিয়ে বিশেষ ভাবে তৎপর হয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। সেই সূত্রেই গতকাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা গ্রেপ্তার করলেন রোজ় ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে । এর অনেক আগেই গ্রেপ্তার হয়েছেন গৌতম কুণ্ডু । এবার তাঁর স্ত্রীর গ্রেপ্তারি এক নতুন মাত্রা সৃষ্টি করেছে এই তদন্তের ।

সিবিআই সূত্র অনুসারে, বাজার থেকে আমানতকারীদের কাছ থেকে বেআইনি ভাবে প্রচুর টাকা তুলেছিল রোজ় ভ্যালি এবং তারপর সেই টাকা বিভিন্নভাবে পাচার করেন সংস্থার কর্ণধাররা । সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী এই বিপুল অঙ্কের টাকা কোথায় কোথায় পাচার হয়েছে তা শুধু গৌতম কুণ্ডুই না, জানতেন তাঁর স্ত্রী শুভ্রা কুণ্ডুও ।

আরও পড়ুন : গ্রেপ্তার রোজ়ভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী

সেই সূত্রে শুভ্রা কুণ্ডুকে লাগাতার জেরা করেন সিবিআইয়ের আধিকারিকরা । জেরায় ধরা পরে বহু অসঙ্গতি এবং বহু ক্ষেত্রে শুভ্রা কুণ্ডু বহু প্রশ্নের উত্তর এড়িয়ে যান বা তাঁর কোনও সদুত্তর দিতে পারেন না । তাই অবশেষে শুক্রবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করেন সিবিআইয়ের আধিকারিকরা ।

সিবিআই সূত্রে খবর, এই বেআইনিভাবে বাজার থেকে টাকা তোলা এবং পরবর্তীকালে সেই টাকা বাইরে পাচার করার পিছনে গৌতম কুণ্ডুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তাঁর স্ত্রী শুভ্রা কুণ্ডু । এই ব্যাপারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ রয়েছে বলেও ওই সূত্র মারফত জানা গেছে ।

ABOUT THE AUTHOR

...view details