কলকাতা, 14 নভেম্বর: শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teachers Recruitment Scam) মামলায় সিবিআই কী কী তথ্যপ্রমাণ জোগাড় করেছে ? আজ আলিপুরে সিবিআই এর বিশেষ আদালতে শিক্ষক নিয়োগ মামলায় তদন্তকারী আধিকারিককে এই প্রশ্ন করেন বিচারক (Court Questions to CBI Investigating Officer) ৷ প্রসঙ্গত, এদিন সিবিআই পার্থ চট্টোপাধ্যায় এবং সুবীরেশ ভট্টাচার্য-সহ মোট 7 জনকে আদালতে পেশ করা হয় ৷ বিচারক সকলকেই 28 নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন ৷
এদিন আদালতে শুনানি শুরু হতেই সিবিআই এর বিশেষ আদালতের বিচারক তদন্তকারী আধিকারিকের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ‘‘এখনও পর্যন্ত এই মামলায় কী কী তথ্যপ্রমাণ পেয়েছেন তাঁরা ?’’ জবাবে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক আদালতকে বলেন, ‘‘অনেকেই টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন ৷ তার তথ্য প্রমাণ সিবিআই এর হাতে রয়েছে ৷’’ বিচারক পাল্টা মন্তব্য করেন, ‘‘যাঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁরা সমান দোষী ৷’’ এর পরেই বিচারক প্রশ্ন করেন, ‘‘তথ্য প্রমাণ থাকলে সেক্ষেত্রে তাঁদের গ্রেফতার করা হয়নি কেন ? আর কী ব্যবস্থা নেওয়া হয়েছে ?’’