কলকাতা, 22 জুলাই : নৃশংস খুন । ট্রলি ব্যাগের মধ্যে যুবতির দেহাংশ দেখে প্রথমে চমকে উঠেছিলেন তদন্তকারীরা । প্রাথমিকভাবে সূত্র পেতে রীতিমতো বেগ পেতে হয়েছিল । পরে একটি হোটেলের ক্যাশমেমো পুলিশের হাতে তুলে দেয় সূত্র । সমাধান হয় রহস্যের । পাঁচ বছর বিচারপ্রক্রিয়া চলার পর আজ ওই যুবতির স্বামী, তার প্রেমিকা এবং এক সুপারি কিলারের ফাঁসির সাজা শোনাল শিয়ালদা আদালত ।
2014 সালের 20 মে । শিয়ালদা স্টেশনের VIP পার্কিং লটে একটি ট্রলি পড়ে থাকতে দেখেন কয়েকজন ৷ সন্দেহ হওয়ায় তাঁরাই শিয়ালদা GRP থানায় খবর দেন । পুলিশ উদ্ধার করে সেই ট্রলি । সেটি খুলতেই বের হয় একটি কাটা মুন্ডু । লেপে মোড়া অবস্থায় উদ্ধার হয় আরও কয়েকটি দেহাংশ । তদন্তে নামে GRP । সূত্র বলতে, ওই ট্রলিতে থাকা একটি ক্যাশ মেমো । তার মাধ্যমে জানা যায় ওই মহিলার নাম জয়ন্তী দেব । পাওয়া যায় ঠিকানা । লেকটাউনে রয়েছে তার ফ্ল্যাট । সেখানে পৌঁছে পুলিশ ফ্ল্যাটটি চিহ্নিত করে । পরে দেখা যায় জিনিসপত্র সব লন্ডভন্ড । দেওয়ালে, মেঝেতে রয়েছে রক্তের ছাপও । তদন্তকারীরা জানতে পারেন জয়ন্তী সুরজিৎ দেবের স্ত্রী । পলাতক ছিল সুরজিৎ ।