পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

30 মার্চ পর্যন্ত এনআইএ হেফাজত ছত্রধরের - 30 মার্চ পর্যন্ত এনআইএ হেফাজত ছত্রধরের

কেন ছত্রধর মাহাতকে গ্রেফতার করা হল সেই বিষয়ে এখনও স্পষ্ট নয় ৷ বলছেন ছত্রধরের আইনজীবী ৷

ছত্রধর মাহাত
ছত্রধর মাহাত

By

Published : Mar 28, 2021, 7:25 PM IST

কলকাতা, 28 মার্চ : ছত্রধর মাহাতকে গ্রেফতারের পর ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে তাঁকে 30 মার্চ পর্যন্ত এনআইএর হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত । আজ আদালতে ছত্রধর মাহাত বিচারককে নিজের হাত দেখিয়ে বলেন এনআইএ গোয়েন্দাদের মারের চোটে তাঁর হাত ফুলে গিয়েছে । তাঁর পরিবারের একাধিক সদস্যকে মারধর করেছেন এনআইএর গোয়েন্দারা।

আজ তাঁর আইনজীবী আদালতে বিচারকের কাছে বলেন কেন ছত্রধর মাহাতকে গ্রেফতার করা হল সেই বিষয়ে এখনও স্পষ্ট নয় । পাশাপাশি ছত্রধর মাহাতর বিরুদ্ধে কোনও নতুন মামলাও নথিভুক্ত হয়েছে কিনা সেই বিষয়টিও আপাতত স্পষ্ট নয় ।

আরও পড়ুন : গায়ে গেঞ্জি আর গামছা, টেনে হিঁচড়ে নিয়ে গেল...

আজ ভোর সাড়ে তিনটে নাগাদ ছত্রধর মাহাতোর লালগড়ের আমলিয়া গ্রামের উপকণ্ঠ নতুন পাকা বাড়িতে প্রথম হানা দেয় এনআইএ । সেখানে তখন তার বড় ছেলে ধৃতিপ্রকাশ মাহাতো এবং ছত্রধর মাহাতো ছয় জন নিরাপত্তারক্ষীর মধ্যে দু'জন সেই বাড়িতেই ছিল । সিকিউরিটি বাড়ির দরজা খুলতেই প্রথমে তাঁদের মোবাইল ফোন এবং দুটো বন্দুক নিয়ে নেয় এনআইএ আধিকারিকরা । ছত্রধর মাহাতোর বড় ছেলে ধৃতিপ্রসাদের মোবাইল ফোনও কেড়ে নেয়া হয় ৷ তারপর পুরো বাড়ি তন্নতন্ন করে তল্লাশি করে এনআইএ । ধৃতিপ্রকাশকে সঙ্গে নিয়ে ছত্রধরের পুরনো মাটির বাড়িতে হানা দেয় এনআইএ । সেখানেই ছিলেন ছত্রধর ৷

ABOUT THE AUTHOR

...view details