কলকাতা, 4 এপ্রিল: কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘভাতা আদায়ের দাবি ও মুখ্যমন্ত্রীর 'চোর ডাকাত' মন্তব্যের বিরোধিতা করে 6 এপ্রিল বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট-সহ রাজ্যের সব আদালতে কর্মবিরতির ডাক দিয়েছে কর্মী সংগঠনগুলি । এই মর্মে হাইকোর্টের প্রধান বিচারপতির দফতরে কর্মী সংগঠনগুলি চিঠি দিয়েছে । প্রায় 62টি সরকারি কর্মচারী সংগঠনের যৌথ মঞ্চ এই আন্দোলনের ডাক দিয়েছে ।
গত 29 মার্চ জনসভা থেকে মুখ্যমন্ত্রী মহার্ঘভাতার দাবিতে আন্দোলনকারী সরকারি কর্মচারীদের 'চোর' 'ডাকাত' বলে মন্তব্য করেছেন । সরকারি কর্মচারীরা নাকি, চিরকুটে চাকরি পেয়েছিলেন বলেও সেই জনসভা থেকে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী । তারই প্রতিবাদে সব আদালতে বৃহস্পতিবার কর্মবিরতির ডাক দিয়েছে কর্মী সংগঠনগুলি । উল্লেখ্য, রাজ্যের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে মহার্ঘভাতা না-পাওয়ায় শেষে ধর্মতলায় লাগাতার ধরনা কর্মসূচিতে অংশগ্রহণ করার পাশাপাশি বেশ কয়েকবার কর্মবিরতি পালন করেছেন । মুখ্যমন্ত্রী রাজ্য বাজেট থেকে মাত্র 3 শতাংশ মহার্ঘভাতা ঘোষণা করার পর কর্মচারীরা আরও ক্ষুব্ধ হয়ে যান । এর আগে, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের পাশাপাশি হাইকোর্ট একাধিক বার ডিএ, রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায়সঙ্গত অধিকার বলে উল্লেখ করেছে । পাশাপাশি, কেন্দ্রীয় হারেই কর্মচারীদের মহার্ঘভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত । কিন্তু রাজ্য তাতেও সাড়া দেয়নি । রাজ্য কোষাগারে টাকা নেই বলে আদালতে উল্লেখ করা হয়েছিল সরকারের তরফ থেকে ।