কলকাতা, 5 জুন : ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার দুটি প্রশ্নের অপশনে ভুল রয়েছে । তাই প্রার্থীদের নম্বর দিতে বলল কলকাতা হাইকোর্ট। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় দুটি প্রশ্নের অপশেন ভুল রয়েছে এই দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থী সায়ন রাউল ও ঋদ্ধি চৌধুরি।
জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রশ্নের অপশনে ভুল, নম্বর দিতে নির্দেশ আদালতের - kolkata high court
ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার দুটি প্রশ্নের অপশনে ভুল । ওই দুই প্রশ্নের প্রাপ্ত নম্বর চাকরি প্রার্থীদের দিতে বলল কলকাতা হাইকোর্ট ।
মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত বলেন, "১০ এপ্রিল ৩৪টি শূন্যপদের জন্য ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা হয়। মোট ২০০ নম্বরের পরীক্ষা হয় । প্রশ্নপত্রে দেখা যায় ২টো প্রশ্নের অপশন ভুল রয়েছে । সেটা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃপক্ষকে আমার মক্কেল জানিয়েছিল । কিন্ত কর্তৃপক্ষ এবিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি । ১০ মে এই পরীক্ষার ফল বেরিয়েছে। আগামী ১০ জুন দ্বিতীয় ধাপের পরীক্ষা নেওয়া হবে । এই পরিস্থিতিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আমার মক্কেলরা।" গতকাল বিচারপতি শম্পা সরকারের সিংগল বেঞ্চ বলেন, ওই প্রশ্নের নম্বর দিতে প্রার্থীদের । আগামী ৭ জুনের মধ্যে নম্বর দিয়ে যদি পরীক্ষার্থী পরবর্তী ধাপে সুযোগ পান সেটাও তাঁদের দিতে হবে।
আবেদনকারী সায়ন রাউল বলেন, "পরীক্ষার দিনই আমি পাবলিক সার্ভিস কমিশন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম একটি প্রশ্নের অপশনে ভুল রয়েছে । কিন্তু, তারা বিষয়টিতে গুরুত্ব দেয়নি । এরপর পরীক্ষা চলার সময় ফের অন্য একটি প্রশ্নের অপশনেও ভুল বের হয় । কিন্ত, এক ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষ সেটি সংশোধন করে দেয় । তখন আমি ওই প্রশ্নটির উত্তর করে ফেলেছি । পাবলিক সার্ভিস কমিশন কর্তৃপক্ষ আমাকে জানায় যেটা লেখা হয়ে গেছে সেটা কেটে দিয়ে অন্যটায় দাগ দিতে । কিন্ত, ফলাফল বেরোনোর পর দেখি দ্বিতীয় ধাপের পরীক্ষা দেওয়ার তালিকায় আমার নাম নেই । আমার ধারণা ওই দুই প্রশ্নের নম্বর আমাকে দেওয়া হয়নি । তাই আমি হাইকোর্টের দ্বারস্থ হই।"