পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাতের কলকাতায় মত্ত চালকের গাড়ির ধাক্কা, গুরুতর আহত দম্পতি

আর পরিচিত দৃশ্য দেখা যাচ্ছে না কলকাতায় । রাজপথের চেনা ভিড় উধাও । কোরোনা আতঙ্ক আর কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পুজোমণ্ডপে 'নো এন্ট্রি' এবার মানুষকে করে দিয়েছে ঘরমুখী । কিন্তু উৎসবের কলকাতার দুর্ঘটনার পুরানো চিত্রটা ফিরে এসেছে ।

Couple seriously injured by drunken driver's car in Kolkata last night
রাতের কলকাতায় মত্ত চালকের গাড়ির ধাক্কা, গুরুতর আহত দম্পতি

By

Published : Oct 23, 2020, 2:26 PM IST

Updated : Oct 23, 2020, 5:34 PM IST

কলকাতা, 23 অক্টোবর : রাতের কলকাতায় মত্ত চালকের গাড়ির ধাক্কা ৷ আহত এক দম্পতি ৷ বর্তমানে SSKM হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা ৷ ইতিমধ্যে গাড়িটিকে আটক করা হয়েছে । গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে ৷

আর পরিচিত দৃশ্য দেখা যাচ্ছে না কলকাতায় । রাজপথের চেনা ভিড় উধাও । কোরোনা আতঙ্ক আর কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পুজোমণ্ডপে 'নো এন্ট্রি' এবার মানুষকে করে দিয়েছে ঘরমুখী । কিন্তু উৎসবের কলকাতায় দুর্ঘটনার পুরানো চিত্রটা ফিরে এসেছে । গতরাতে ঠাকুর দেখতে বেরোনো দম্পতিকে চাপা দিয়েছে মত্ত যুবকের গাড়ি । এখন SSKM হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই দম্পতি ।

দুর্গাপুজোর সময় কলকাতায় প্রতিবছরই বেড়ে যায় দুর্ঘটনা । একদল উন্মুক্ত যুবকের প্রচণ্ড গতিতে বাইক চালানোর ফলে ঘটে যায় সেইসব দুর্ঘটনা । অতীতে বাইক দুর্ঘটনায় বহু মৃত্যু দেখেছে দুর্গাপুজোর কলকাতা । সেই কারণে কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের তরফে চালনো হয় নজরদারি । এবার সেই নজরদারি আরও বেড়েছে । মূলত বাইপাসে এই ধরনের দুর্ঘটনা ঘটতে দেখা গেছে অতীতে । তাই এবার বাইপাসে অতিরিক্ত সতর্ক পুলিশ । কিন্তু, গতরাতে দুর্ঘটনাটি ঘটে যাদবপুর সুকান্ত সেতুতে । একটি ওয়াগনার গাড়ি চালাচ্ছিল সায়ন দাস বর্মণ নামের এক ব্যক্তি । অভিযোগ, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল সে । গাড়ির ওপর নিজের নিয়ন্ত্রণ ছিল না । গতিও ছিল অত্যন্ত বেশি । সুকান্ত সেতুতে উলটো দিক থেকে আসা একটি বাইকে সজোরে ধাক্কা মারে তার গাড়ি । সেই বাইক চালাচ্ছিলেন সোমনাথ ঘোষ । বাইকের পিছনে বসে ছিলেন সুচন্দ্রা ঘোষ । সুচন্দ্রা সোমনাথের স্ত্রী । তাঁরা থাকেন খিদিরপুরের কার্ল মার্কস সরণিতে । মহাষষ্ঠীর রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন তাঁরা ।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত আড়াইটা নাগাদ ঘটে দুর্ঘটনা । গাড়িটি এত জোরে বাইকে ধাক্কা মারে যে বাইকের পিছনে বসা সুচন্দ্রা ব্রিজ থেকে নিচে যাদবপুর স্টেশনের একটি দোকানের শেডের ওপর পড়েন । তাঁদের দু'জনকেই নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে । এখনও পর্যন্ত সংজ্ঞাহীন রয়েছেন সুচন্দ্রা । আশঙ্কাজনক অবস্থা সোমনাথেরও । ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে সায়ন দাস বর্মণকে ।

Last Updated : Oct 23, 2020, 5:34 PM IST

For All Latest Updates

TAGGED:

accident

ABOUT THE AUTHOR

...view details