পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ট্যাক্সিতে সন্তানকে ভুলে ফেলে গেলেন দম্পতি - কলকাতা বিমানবন্দর

মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন ওই দম্পতি । সেখান থেকে দক্ষিণেশ্বরের কাছে আলম বাজারে নিজেদের বাড়ি যাওয়ার জন্য একটি ট্যাক্সি ধরেন তাঁরা । তাঁঁদের সঙ্গে ছিল 10 ও 6 বছরের দুই সন্তান ।

Couple forgot to take son from taxi on way to their home from airport
বিমানবন্দর থেকে বাড়িতে ফেরার পথে ট্যাক্সিতে ছেলেকে ভুলে রেখে গেলেন দম্পতি

By

Published : Oct 29, 2020, 4:09 PM IST

কলকাতা, 29 অক্টোবর : লখনউ থেকে কলকাতায় এসেছিলেন এক দম্পতি । বিমানবন্দর থেকে একটি হলুদ ট্যাক্সি ধরে বাড়ি ফেরেন তাঁরা । কিন্তু ভুল করে ছেলেকে গাড়িতে রেখে নেমে যান । শেষ পর্যন্ত পুলিশের উদ্যোগে ছেলেকে ফিরে পান তাঁরা ।

মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন ওই দম্পতি । সেখান থেকে দক্ষিণেশ্বরের কাছে আলম বাজারে নিজেদের বাড়িতে যাওয়ার জন্য একটি ট্যাক্সি ধরেন তাঁরা । তাঁঁদের সঙ্গে ছিল 10 ও 6 বছরের দুই সন্তান । স্ত্রী-সন্তানদের পিছনের সিটে বসিয়ে সামনে চালকের পাশে বসেছিলেন ব্যক্তি । বাড়ির সামনে এসে ট্যাক্সি থেকে নেমে নিজেদের ব্যাগপত্র নামানো নিয়ে কথা বলছিলেন তাঁঁরা । দম্পতির 10 বছরের মেয়ে জেগেছিল । কিন্তু ছয় বছরের ছেলে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ে । পুলিশ সূত্রে খবর, ঘরে যাওয়ার পর তাঁঁদের মনে পড়ে ছেলে ট্যাক্সির মধ্যে রয়েছে । সঙ্গে সঙ্গে ট্যাক্সি ভাড়ার বিল থেকে ট্রাফিক কন্ট্রোলের নম্বর দেখে ফোন করেন দম্পতি । ট্যাক্সির রেজিস্ট্রেশন নম্বর পুলিশকে দিয়ে সাহায্যের আর্জি জানান তাঁঁরা । এরপর পুলিশ বিমানবন্দরে প্রিপেইড ট্যাক্সি কাউন্টারে ফোন করে সমস্ত তথ্য নেয় এবং ট্যাক্সিচালককে ফোন করে । গাড়িতে কোনও শিশু রয়েছে কি না তা দেখার জন্য ট্যাক্সিচালককে বলে পুলিশ । ট্যাক্সিচালক দেবতাদিন কোরে দেখেন, পিছনের সিটে তখনও ছেলেটি ঘুমোচ্ছে । এরপর বিমানবন্দরের ট্রাফিক গার্ডে ছেলেটিকে নিয়ে যান ট্যাক্সিচালক । সেখানে ওই দম্পতির হাতে তাঁদের ছেলেকে তুলে দেওয়া হয় ।

দেবতাদিন বলেন, “14 বছর ধরে ট্যাক্সি চালাচ্ছি । ব্যাগ, মোবাইল ভুলে ফেলে রেখে যেতে দেখেছি । কিন্তু এই প্রথম দেখলাম কেউ বাচ্চাকে ফেলে রেখে যায় ।”

ABOUT THE AUTHOR

...view details