কলকাতা, 15 জুলাই: সবজির দাম এখন পেট্রোল, ডিজেলকে-ও হার মানিয়েছে। টমেটো থেকে ক্যাপসিকাম, আদা হোক বা রসুন 200-300 টাকা প্রতি কেজি। বাকি সবজিও ঘুরছে 100-150 টাকা প্রতি কেজিতে। আর ঠিক এই সময়ে আচমকাই উধাও সরকারের 'সুফল বাংলা'র স্টল। নাগরিকদের স্বস্তি দিতে শনিবার মেয়র ফিরহাদ হাকিমের কাছে সেই স্টল ফেরানোর আর্জি জানালেন কাউন্সিলর বিশ্বরূপ দে।
মাসেখানেক ধরে সবজি বাজারে হাত ছোঁয়ানো দায় আমজনতার। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের সুফল বাংলা স্টল কিছুটা স্বস্তি দিত নাগরিকদের ৷ তবে আচমকাই সেই স্টল উধাও হওয়াতে সমস্যায় পড়েছেন বৌবাজার এলাকার মানুষ। সমস্যার কথা বুঝেই কলকাতা পৌরনিগমের মাসিক অধিবেশনে সেই স্টল ফেরানোর বিষয়ে সওয়াল করলেন এলাকার কাউন্সিলর বিশ্বরূপ দে।
তিনি বলেন, "সুফল বাংলার স্টলগুলো থেকে বাজার দরের তুলনায় বেশ খানিকটা কম দামেই সবজি বিক্রি হতো। তাহলে কেন বন্ধ হল ?" তাঁর জবাবে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "সবজি কম দামে কিনলে তবেই তো তারা কমে বিক্রি করবে। যদিও এখানে কর্পোরেশনের করার কিছু নেই। কারণ ওই স্টলগুলো রাজ্যের কৃষি বিপণন দফতরের আওতাধীন। আমার চেতলায় তো চলছে। আপনি তালিকা দিন, দেখছি চালু করা যায় কি না।"