কলকাতা, 16 মে : এবার থেকে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলে মৃতদেহ বহনে আর ব্যবহৃত হবে না প্লাস্টিকের ব্যাগ । পরিবর্তে ব্যবহার করা হবে সুতির ব্যাগ। রবিবার থেকে বিভিন্ন হাসপাতালকে এধরনের সুতির ব্যাগ দেওয়ার কাজ শুরু করল স্বাস্থ্য দফতর ।
ফলে এখন দেহ এই ব্যাগে ঢুকিয়েই করা যাবে সৎকার। মূলত প্লাস্টিকের ব্যাগে সমস্যা হল, ইলেকট্রিক চুল্লিতে প্লাস্টিকের কারণে নষ্ট হয়ে যাচ্ছে ফার্নেস । আর যাদের মাটির নিচে কবর দেওয়া হচ্ছে তাঁদের ক্ষেত্রে এই প্লাস্টিক থেকে দূষণ ছড়ানোর সম্ভাবনা থাকছে ৷ সেই কারণে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হলে মৃতদেহ বহন ও সৎকারের সময় সুতি ব্যাগ ব্যবহারের কথা বলা হয়েছে ।