কলকাতা, 16 জুলাই:তৃণমূলের 21 জুলাই সমাবেশকে সামনে রেখে জারি হয়েছে সরকারি নির্দেশিকা ৷ যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ সামনেই 21 জুলাই ৷ তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণ দিবস ৷ প্রতি বছরের মতো এবারও এই দিনে কলকাতায় তৃণমূলের মেগা ইভেন্ট বা মহা সমাবেশ হতে চলেছে ৷ তবে পঞ্চায়েত ভোটে তৃণমূল কর্মীদের মৃত্যুর প্রেক্ষিতে এবছর দিনটিকে 'শ্রদ্ধা দিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ওইদিন কলকাতায় 21 জুলাইয়ের সমাবেশে যোগ দেবেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ ইতিমধ্যেই তাঁদের আসা এবং থাকা-খাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে ৷ তবে রাজ্যের শাসকদলের এই কর্মসূচির জন্য এবার জারি হয়েছে সরকারি নির্দেশিকা ৷ স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে জারি করা ওই নির্দেশিকা ঘিরে শুরু হয়েছে বিতর্ক ৷
এই নির্দেশিকায় বলা হয়েছে, শহিদ দিবস উপলক্ষে 21 জুলাই প্রত্যেকটি হাসপাতাল যেন প্রস্তুত থাকে। তার সঙ্গে প্রতিটি ক্যাম্পে যেন রক্ত মজুত থাকে । 21 জুলাই রাজনৈতিক দল হিসেবে তাদের কর্মসূচি পালন করে তৃণমূল ৷ ঘটনাচক্রে বর্তমানে তারা রাজ্যের শাসকদলও ৷ কিন্তু ক্ষমতাসীন দলের নির্দিষ্ট কর্মসূচির জন্য কেন রাজ্য সরকারের একটি দফতর এভাবে নির্দেশিকা দেবে? উঠছে প্রশ্ন ৷