কলকাতা, 21 নভেম্বর:আধুনিক প্যাকেজিংয়ের পথে ভারতীয় ডাক বিভাগ ৷ পুরনো আমলের প্যাকেজিং থেকে এবার নতুন মোড়কে প্যাকেজিং শুরু হতে চলেছে ভারতীয় ডাক বিভাগে(Corporate Parcel Packaging Started in India Post)৷ এই মুহূর্তে গুটিকয়েক জায়গায় শুরু হয়েছে এই নয়া প্যাকেজিং ৷ তবে খুব শীঘ্রই তা সারা ভারতে চালু হতে চলেছে ৷
শুরু থেকে বড় বড় পেটির পার্সেল মোড়া হত খাদি কাপড়ে ৷ তারপর তা সেলাই করে গদের আঠা দেওয়া হত ৷ এরপর পাঠানো হত ঠিকানায় ৷ পার্সেল প্যাকিং করার এই পুরো বিষয়টিই ছিল যথেষ্ট সময় সাপেক্ষ ও ব্যয়বহুল ৷ তবে এবার সেই ব্যবস্থায় দাঁড়ি পড়তে চলেছে ৷ ভারতীয় ডাক বিভাগে উঠে যাচ্ছে কাপড়ে মোড়া পার্সেল(Parcel Packaging for India Post)৷
পরিবর্তে আসছে কর্পোরেট ধাঁচে পার্সেল প্যাকেজিং ৷ বাবল ব়্যাপিং প্লাসটিক দিয়ে সুন্দর করে মুড়ে দেওয়া হচ্ছে বড় বড় পেটি পার্সেল ৷ আর ছোট আকারের কোনও পার্সেলের জন্য থাকছে ভারতীয় ডাক বিভাগের(India Post Department)স্ট্যাম্প দেওয়া পলিথিন ৷ ঠিক যেমনটা অনলাইন মার্কেটিং সংস্থার প্যাকেজিং হয়ে থাকে ৷ যাতে কোনওভাবেই ডাক বিভাগ মারফৎ পাঠানো সামগ্রীর ক্ষতি হবে না । আগামী দিনে দেশ জুড়ে কর্পোরেট ধাঁচেই পার্সেল প্যাকেজিং করা হবে বলে ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল সূত্রে খবর(Post Office Parcel Packaging)।