পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

India Post: খাদি কাপড়ের প্যাকিং অতীত, আধুনিক পার্সেল প্যাকেজিং শুরু ভারতীয় ডাক বিভাগে - corporate parcel packaging started in india post

কর্পোরেট ধাঁচে পার্সেল প্যাকেজিং এবার ভারতীয় ডাক বিভাগে ৷ সাদা খাদি কাপড়ে মুড়ে তারপর সেলাই করে যে প্যাকিং হতো এতদিন তা এবার বন্ধ হতে চলেছে ৷ আপাতত কয়েক জায়গায় নয়া প্যাকেজিং চালু হলেও আগামীতে ডাক বিভাগে কর্পোরেট প্যাকেজিংই চালু হবে সারা ভারতে(India Post)৷

Etv Bharat
আধুনিক প্যাকেজিং আসছে ভারতীয় ডাক বিভাগে

By

Published : Nov 22, 2022, 1:09 PM IST

কলকাতা, 21 নভেম্বর:আধুনিক প্যাকেজিংয়ের পথে ভারতীয় ডাক বিভাগ ৷ পুরনো আমলের প্যাকেজিং থেকে এবার নতুন মোড়কে প্যাকেজিং শুরু হতে চলেছে ভারতীয় ডাক বিভাগে(Corporate Parcel Packaging Started in India Post)৷ এই মুহূর্তে গুটিকয়েক জায়গায় শুরু হয়েছে এই নয়া প্যাকেজিং ৷ তবে খুব শীঘ্রই তা সারা ভারতে চালু হতে চলেছে ৷

শুরু থেকে বড় বড় পেটির পার্সেল মোড়া হত খাদি কাপড়ে ৷ তারপর তা সেলাই করে গদের আঠা দেওয়া হত ৷ এরপর পাঠানো হত ঠিকানায় ৷ পার্সেল প্যাকিং করার এই পুরো বিষয়টিই ছিল যথেষ্ট সময় সাপেক্ষ ও ব্যয়বহুল ৷ তবে এবার সেই ব্যবস্থায় দাঁড়ি পড়তে চলেছে ৷ ভারতীয় ডাক বিভাগে উঠে যাচ্ছে কাপড়ে মোড়া পার্সেল(Parcel Packaging for India Post)৷

পরিবর্তে আসছে কর্পোরেট ধাঁচে পার্সেল প্যাকেজিং ৷ বাবল ব়্যাপিং প্লাসটিক দিয়ে সুন্দর করে মুড়ে দেওয়া হচ্ছে বড় বড় পেটি পার্সেল ৷ আর ছোট আকারের কোনও পার্সেলের জন্য থাকছে ভারতীয় ডাক বিভাগের(India Post Department)স্ট্যাম্প দেওয়া পলিথিন ৷ ঠিক যেমনটা অনলাইন মার্কেটিং সংস্থার প্যাকেজিং হয়ে থাকে ৷ যাতে কোনওভাবেই ডাক বিভাগ মারফৎ পাঠানো সামগ্রীর ক্ষতি হবে না । আগামী দিনে দেশ জুড়ে কর্পোরেট ধাঁচেই পার্সেল প্যাকেজিং করা হবে বলে ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল সূত্রে খবর(Post Office Parcel Packaging)।

আধুনিক প্যাকেজিং আসছে ভারতীয় ডাক বিভাগে

এই বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্য পোস্টমাস্টার জেনারেল জে চারুকেসি বলেন, "চট বা কাপড় টেম্পার প্রুফ নয় । অনেক সমস্যা হয় এতে । বহু ক্ষেত্রে আর্টিকেল বা সামগ্রীর ক্ষতির সম্ভাবনা থাকে । এই কারণেই বদল । আধুনিক পদ্ধতির প্লাসটিক প্যাকেজিংয়ে আর্টিকেল বা সামগ্রী সুরক্ষিত থাকে । যে কোনও বিপর্যয়েও জিনিসটি একই থেকে যায় । ঠিক যেমন বেসরকারি অনলাইন ডেলিভারি সিস্টেমের মতই আমরা আধুনিক পদ্ধতিতে প্যাকিং করছি । এতে কোনও প্রকার সমস্যা হবে না ।"

ডাক বিভাগ সূত্রে জানা গিয়েছে, মূলত 7 রকম প্যাকেজিং রয়েছে ৷ তাও আবার নাম মাত্র খরচে । 77 টাকা থেকে শুরু করে 450 টাকার মধ্যে বড় বড় সামগ্রীও ডাক বিভাগ মারফৎ অন্যত্র পাঠানো যাবে । শুধু মাত্র প্যাকেট অর্থাৎ কাগজের পেটির খরচটাই নেওয়া হবে গ্রাহকদের থেকে । প্যাকেজিংয়ের বাকি খরচ ডাক বিভাগই করবে । আপাতত, ডাক বিভাগের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের জিপিও, পার্ক স্ট্রিট ও হাওড়ায় চালু করা হয়েছে এই প্যাকেজিং । আগামী দিনে গোটা ওয়েস্ট বেঙ্গল রিজিওনে(West Bengal Region of India Post) চালু করা হবে বলে খবর ।

আরও পড়ুন :'নো ইওর পোস্ট ম্যান', মুঠো ফোনেই জেনে নিন কখন আসবে চিঠি-পার্সেল ?

ABOUT THE AUTHOR

...view details