কলকাতা, 29মে : দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে অভিযোগ করলেন CPIM সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি । আহমেদাবাদের সরকারি হাসপাতাল অন্ধকূপে পরিণত হয়েছে । প্রধানমন্ত্রী আহমেদাবাদের সঙ্গে সমগ্র দেশকে মিলিয়ে দিতে চান বলে অভিযোগ করেন তিনি । পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতির কথাও উল্লেখ করেন ।
দেশে গরিব মানুষের চিকিৎসা হয় না, কেন্দ্রকে আক্রমণ ইয়েচুরির
সীতারাম ইয়েচুরি ক্ষোভ প্রকাশ করে বলেন, “ এইদেশে গরিব মানুষের চিকিৎসা হয় না । যাঁদের টাকা নেই, তাঁরা চিকিৎসাহীন অবস্থায় মারা যান ।”
সীতারাম ইয়েচুরি ক্ষোভ প্রকাশ করে বলেন, “ এইদেশে গরিব মানুষের চিকিৎসা হয় না । যাঁদের টাকা নেই, তাঁরা চিকিৎসাহীন অবস্থায় মারা যান ।”
কোরোনা ভাইরাস মোকাবিলায় দেশের কোনও হাসপাতাল প্রস্তুত নয় । সরকারি হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম পায়নি এখনও । একের পর এক চিকিৎসক কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অথবা গৃহবন্দি হয়েছেন । আগামী দিনগুলিতে চিকিৎসা করার পর্যাপ্ত চিকিৎসক পাওয়া যাবে না । বিনা চিকিৎসায় মানুষের মৃত্যু হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সীতারাম ইয়েচুরি ।
সীতারাম ইয়েচুরি গতকাল বলেন, “নরেন্দ্র মোদি একসময় আহমেদাবাদে রাজত্ব চালিয়েছেন । গুজরাতে দীর্ঘদিন ধরেই BJP-র শাসন । কোরোনায় সংক্রমিতের সংখ্যা ধামাচাপা দেওয়া, পরিযায়ী শ্রমিকদের বিষয়ে অপদার্থতা থেকে সরকারি হাসপাতালে চিকিৎসা না হওয়া- মোদি এই ভারতই গড়তে চাইছেন । অর্থনীতির মেরুদণ্ড শ্রমিক । সেই সমস্ত শ্রমিক নিজের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে পড়ে রয়েছেন কর্মসংস্থানের জন্য । তাদের এখনও পর্যন্ত ফিরিয়ে আনতে পারেননি ঘরে । এটাও নরেন্দ্র মোদির ব্যর্থতা ।”