কলকাতা, 23জুলাই : লড়াইয়ের দ্বিতীয় ধাপ শুরুহয়ে গেল । আজ থেকে ফের নতুন করে লকডাউনের পথে বাংলা ।
গোষ্ঠী সংক্রমণ মোকাবিলায় আজ ফের লকডাউন - Lockdown again in West Bengal
নবান্নের সিদ্ধান্ত, প্রয়োজনীয় এবং জরুরি পরিষেবা ছাড়া সমস্ত সরকারি এবং বেসরকারি দপ্তর বন্ধ থাকবে সপ্তাহের এই দুই দিন । সব রকম গণপরিবহন ব্যবস্থা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । দুটি সাপ্তাহিক লকডাউনের দিনে রাজ্যে কোনও অপ্রয়োজনীয় কার্যকলাপের অনুমতি দেওয়া হবে না বলেই নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে ।
লক্ষ্য,কোরোনার গোষ্ঠী সংক্রমণের হাত থেকেরাজ্যকে রক্ষা করা । আজ বৃহস্পতিবার এই দফায় প্রথম দিনের লকডাউন । পরবর্তীতে,শনিবার দ্বিতীয় দিন লকডাউন হবে ।পরিস্থিতি যতক্ষণ না নিয়ন্ত্রণে আসছে ততক্ষণ এভাবে ধাপে ধাপে প্রতি সপ্তাহেলকডাউনের মাধ্যমে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে নবান্ন ।
দিন দুয়েক আগেই রাজ্যেরস্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছিলেন এই সপ্তাহের দুই দিনএবং আগামী সপ্তাহে বুধবার লকডাউন হবে । অন্য কোন দিন লকডাউন হবে সে কথা আগামীসোমবার নবান্নে শীর্ষ পর্যায়ের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হবে ।
নবান্নের সিদ্ধান্ত,প্রয়োজনীয় এবং জরুরি পরিষেবা ছাড়াসমস্ত সরকারি এবং বেসরকারি দপ্তর বন্ধ থাকবে সপ্তাহের এই দুই দিন । সব রকমগণপরিবহন ব্যবস্থা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । দুটি সাপ্তাহিক লকডাউনেরদিনে রাজ্যে কোনও অপ্রয়োজনীয় কার্যকলাপের অনুমতি দেওয়া হবে না বলেই নবান্নেরতরফে ঘোষণা করা হয়েছে ।
একইসঙ্গে রাজ্য প্রশাসনসিদ্ধান্ত নিয়েছে সম্পূর্ণ লকডাউন এর পাশাপাশি‘ব্রড বেস কনটেনমেন্ট’জোনগুলিতে ধারাবাহিক লকডাউন চলবে ।
এই সাপ্তাহিক লকডাউনে ওষুধেরদোকান,আদালত,সংশোধনাগারে পরিষেবা,মুদ্রণ এবং বৈদ্যুতিন সংবাদ মাধ্যম,রান্না করা খাবারের হোম ডেলিভারি-রমতো জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে । রাজ্য প্রশাসনের তরফে এ কথাস্পষ্ট করে বলা হয়েছে,জরুরিপরিষেবা ছাড়া আর কোনও ক্ষেত্রে কোনও রকম ছাড় দেওয়া হচ্ছে না ।
তবে,নবান্নের এই সিদ্ধান্তের পরেই বিরোধীমত ক্রমে তীব্র হয়েছে । সপ্তাহে দুই দিন লকডাউন কি প্রকৃত সমস্যার সমাধান করতেপারবে?এইপ্রশ্ন ক্রমে বড় হয়ে দেখা দিতে শুরু করেছে । অনেকেই সপ্তাহে দু’দিন এর বদলে ধারাবাহিক ভাবে বেশকয়েকদিন লকডাউনের পক্ষে মত প্রকাশ করেছেন । কিন্তু,এক্ষেত্রে প্রধান সমস্যা দেশের তথারাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি । টানা দুই মাসের বেশি লকডাউনের জেরে ইতিমধ্যেইদেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মত অবস্থা । চাকরি হারিয়েছেন বহু মানুষ । হারাচ্ছেনওবহু । দীর্ঘদিন কাজ না থাকায় চরম দারিদ্র্য বেঁধে ফেলেছে গোটা সমাজকে । দেশের অর্থনীতিখাদের কিনারায় এসে দাঁড়িয়েছে । কিন্তু কোরোনার মত আতঙ্কের হাত থেকে কবে রেহাইমিলবে এ সম্পর্কে কোনও নিশ্চয়তা দেওয়া সম্ভব হচ্ছে না । স্বাভাবিকভাবেই আর বেশিদিন লকডাউন চালালে দেশের অর্থনীতি আরও মারাত্মক অবস্থার মুখোমুখি হবে । এইপরিস্থিতিতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে দু-দিন করে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেনবান্ন ।
এ প্রসঙ্গে বিশেষজ্ঞদের একটাতথ্য তুলে ধরা যাক । একটা সম্ভাব্য হিসেব দিয়েছেন তাঁরা । হাট-খোলা অবস্থায় চললেকোরোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যার একটা সম্ভাব্য অনুমানের চেহারা তাঁরা দিয়েছেন,যা খুবই ভয়াবহ ।2021সালের জুলাই মাসের যে সম্ভাব্য চেহারাতাঁরা দিয়েছেন,তাতেভারতে সম্ভাব্য আক্রান্তের সংখ্যা দাঁড়াবে নাকি প্রায়1.5কোটি এবং মৃত্যু হতে পারে7লাখ ।
বিশেষজ্ঞরাবলছেন,এইসংখ্যা নেমে আসতে পারে প্রায় যথাক্রমে70লাখ এবং2লাখে যদি অন্তত সপ্তাহে2দিন সম্পূর্ণ লকডাউন করা যায় তবেই ।সঙ্গে টেস্টিং এবং বিধিনিষেধ মেনে চলতে হবে অবশ্যই ।