কলকাতা, 10 মে: কলকাতার বুকে সংক্রমণ ছড়ানোর পেছনে ক্যাব চালক ও লরি চালকদের ভূমিকা রয়েছে বলে মনে করছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম । তাঁর মতে, বিদেশি যাত্রীদের থেকে সংক্রমিত হয়ে শহরে সংক্রমণ ছড়িয়েছে ওলা-উবের ড্রাইভাররা ।
ওলা-উবারের মাধ্যমে ছড়িয়েছে সংক্রমণ, মন্তব্য ফিরহাদের - Ola
কলকাতায় সংক্রমণ ছড়ানোর জন্য ট্রাক, ওলা ও উবার চালকদের উপরে কার্যত দায় চাপালেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম ।
তিনি বলেছেন, "বেলগাছিয়া ও রাজাবাজার এলাকায় ওলা, উবার চালকদের মাধ্যমে ছড়িয়েছিল প্রথম সংক্রমণ । বিমানবন্দর থেকে যাত্রী তুলে নিয়ে আসতেন । বিদেশ থেকে আসা একাধিক যাত্রী থেকে সংক্রামিত হয়েছেন এই চালকেরা । এরপরে তাঁরা ফিরে গেছেন বেলগাছিয়া, রাজা বাজারের মতো অতি ঘিঞ্জি জনবসতিপূর্ণ এলাকার বাড়িতে ।" একইভাবে ট্রাক চালকদের জন্য বড়বাজার এলাকা সংক্রমিত হয়েছে বলেও মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম ।
রাজ্যে দিনের পর দিন বেড়ে চলেছে কোরোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা । এবারে কলকাতায় সংক্রমণ ছড়ানোর জন্য ট্রাক, ওলা ও উবার চালকদের উপরে কার্যত দায় চাপালেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম । তাঁর মতে, ট্রাক, ওলা ও উবারের জন্য রাজাবাজার, বেলগাছিয়া ও বড়বাজারে সংক্রমণ ছড়িয়েছে । শহরের বহু মানুষ যাতায়াতের জন্য বাসের পরিবর্তে ওলা ও উবারকে বেছে নেন । ফিরহাদ হাকিমের এই মন্তব্যের ফলে ভীতির সঞ্চার তৈরি হচ্ছে সাধারণ মানুষের মনে । যদিও লকডাউনের কারণে সেভাবে এখনও পথে নামেনি ওলা-উবার । নবান্ন সূত্রে খবর, লকডাউন ওঠার পর রাজ্যের মানুষের স্বার্থে ওলা ও উবারকে জীবাণুমুক্ত করে পরিষেবা দেওয়া হবে ।