পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Corona Virus : চার হাজারের ঘরে নামল সংক্রমণ, বাড়ল মৃত্য়ু - রোনা পরিস্থিতিতে কিছুটা স্বস্তির ছবি রাজ্যে

রাজ্যে শেষ 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 4 হাজার 883 জন মানুষ ৷ গতকাল সংখ্যাটি ছিল 5 হাজার 274 ৷ তবে আজ সুস্থ হয়েছেন 4 হাজার 321 জন ৷ গতকাল সেখানে সুস্থতার সংখ্যা ছিল 5 হাজার 170 জন ৷ রাজ্যে শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 89 জনের ৷ গতকাল সংখ্যাটি ছিল 87 জন ৷

Corona Virus
Corona Virus

By

Published : Jun 11, 2021, 8:45 PM IST

কলকাতা, 11 জুন : করোনা পরিস্থিতিতে স্বস্তির ছবিই দেখা যাচ্ছে রাজ্যে ৷ আগের দিনের থেকে কিছুটা কমল দৈনিক করোনা সংক্রমণ ৷ তবে গতকালের তুলনায় আজ কিছুটা কম সুস্থতার সংখ্যা ৷ বেড়েছে মৃত্যুর সংখ্যাও ৷

রাজ্যে শেষ 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 4 হাজার 883 জন মানুষ ৷ গতকাল সংখ্যাটি ছিল 5 হাজার 274 ৷ তবে আজ সুস্থ হয়েছেন 4 হাজার 321 জন ৷ গতকাল সেখানে সুস্থতার সংখ্যা ছিল 5 হাজার 170 জন ৷ রাজ্যে শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 89 জনের ৷ গতকাল সংখ্যাটি ছিল 87 জন ৷

আজ পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত হলেন 14 লাখ 52 হাজার 987 জন ৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 14 লাখ 21 হাজার 64 জন ৷ রাজ্যে অ্যাকটিভ কেসের সংখ্যা 15 হাজার 192 জন ৷

আরও পড়ুন : মুকুলের পথেই ঘরে ফেরার গান দলবদলু নেতাদের ! গদ্দারে না মমতার

আজও যথারীতি কলকাতার থেকে উত্তর 24 পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা বেশি ৷ আজ উত্তর 24 পরগনায় মোট করোনা আক্রান্ত হয়েছেন 792 জন ৷ অন্যদিকে বেশ খানিকটা কম কলকাতার করোনা সংক্রমণ ৷ আজ শহর কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন 422 জন ৷ রাজ্যে আজ মোট স্যাম্পেল টেস্ট করা হয়েছে 62 হাজার 614টি ৷

ABOUT THE AUTHOR

...view details