পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতায় নির্বাচনের জন্য সাময়িকভাবে বন্ধ থাকছে করোনার টিকাকরণ

ভোট বড় বালাই ৷ আগামীকাল অর্থাৎ 29 এপ্রিল কলকাতায় নির্বাচনের কারণে সাময়িকভাবে বন্ধ থাকছে কলকাতা পৌরনিগমের কিছু কেন্দ্রের টিকাকরণ ৷

বন্ধ থাকছে করোনার টিকাকরন
বন্ধ থাকছে করোনার টিকাকরন

By

Published : Apr 28, 2021, 9:54 AM IST

কলকাতা, 28 এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে কাঁপছে গোটা দেশ ৷ সঙ্গে যোগ হয়েছে অক্সিজেন সংকট ৷ দেখা দিয়েছ ভ্যাকসিনের অপ্রতুলতাও ৷ এরকম তথৈবচ পরিস্থিতিতে রাজ্যে চলছে নির্বাচন ৷ এবার সেই নির্বাচনের জন্য কলকাতায় সাময়িকভাবে বন্ধ থাকছে টিকাকরণ ৷

কলকাতা পৌরনিগমের অন্তর্গত 36টা টিকাকরণ কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম ৷ কারণ হিসাবে বলা হয়েছে , পোলিং সেন্টার স্বাস্থ্য কেন্দ্রের নিকটবর্তী হওয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই মর্মে কলকাতা পৌরনিগম ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করেছে ৷ উল্লেখ্য দক্ষিণ কলকাতায় গত 26 তারিখ নির্বাচনের জন্য 29 টি স্বাস্থ্যকেন্দ্রের টিকাকরণ বন্ধ রাখা হয়েছিল।

আরও পড়ুন :কোভিডে মৃত্যু দুই আইনজীবীর, কর্মবিরতির সিদ্ধান্ত হাওড়া কোর্টের বার অ্যাসোসিয়েশনের

কলকাতা পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরী জানিয়েছেন, সাময়িকভাবে বন্ধ থাকবে করোনার টিকাকরণ ৷ তবে কলকাতা পৌরনিগমের অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকে যেমন টিকাকরণ চলছিল তেমনই চলবে ৷ শুধুমাত্র বোরো 1, 2, 3, 4, 5, 6, 7 এর কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ রাখতে হচ্ছে নির্বাচনের জন্য। সেরকমই বাগবাজার সেন্ট্রাল স্টোর ইতিমধ্যেই বন্ধ করা দেওয়া হয়েছে ৷ সেখান থেকে করোনার ভ্যাকসিন অন্যান্য স্টোরগুলিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details