পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে গত 24 ঘণ্টায় কোরোনা আক্রান্ত বেড়ে 11, মোট সংখ্যা 49 - বিশ্ব

রাজ্যে গত 24 ঘণ্টায় নতুন করে 11 জন নভেল কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । এই নিয়ে বর্তমানে রাজ্যে মোট চিকিৎসাধীন কোরোনা আক্রান্তের সংখ্যা হল 49 । তবে, গত 1 দিনে রাজ্যে কোনও কোরোনা আক্রান্তের মৃত্যু হয়নি ৷

Corona
Corona

By

Published : Apr 4, 2020, 5:25 PM IST

Updated : Apr 4, 2020, 7:53 PM IST

কলকাতা , 4 এপ্রিল : কোরোনায় সংক্রমণ রুখতে তৎপর গোটা বিশ্ব ৷ দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3 হাজারেরও বেশি ৷ ইতিমধ্যেই রাজ্যে গত 24 ঘণ্টায় নতুন করে 11 জন নভেল কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । এই নিয়ে বর্তমানে রাজ্যে মোট চিকিৎসাধীন কোরোনা আক্রান্তের সংখ্যা হল 49 । তবে, গত 1 দিনে রাজ্যে কোনও কোরোনা আক্রান্তের মৃত্যু হয়নি ৷ জানালেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা ৷

কোরোনা আক্রান্ত নিয়ে আজ নবান্নে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজ্য মুখ্যসচিব রাজীব সিনহা ৷ তিনি জানান, " নতুন করে 11 জনের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ তাদের মধ্যে কালিম্পঙের একটি পরিবারের 6 জন রয়েছেন । বাকিরা অন্যান্য জেলার । বেলেঘাটা I D হাসপাতালে মোট 24 জন চিকিৎসাধীন রয়েছেন ৷ তাঁদের অবস্থা বর্তমানে স্থিতিশীল ৷ রাজ্য সরকার কোরোনা মোকাবিলায় পরিকাঠামোকে উন্নত করতে বিশেষভাবে সচেষ্ট এবং সক্রিয় ৷ "

তিনি আরও বলেন, " রাজ্যে আরও 84 টি কোয়ারান্টাইন সেন্টার চালু করা হয়েছে ৷ সব মিলিয়ে রাজ্যে কোয়ারান্টাইন সেন্টারের সংখ্যা হল 516 । সেখানে মোট 2626 জনকে নজরদারিতে রাখা হয়েছে । এছাড়াও 52 হাজারের বেশি মানুষকে বাড়িতে কোয়ারান্টাইনে রাখা হয়েছে । ইতিমধ্যেই 7 হাজারেরও বেশি জনকে কোয়ারান্টাইন থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷

গত 24 ঘণ্টায় রাজ্যসরকারের হাতে আরও সাড়ে 13 হাজার বাড়তি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এবং 50 হাজার বিভিন্ন ধরনের মাস্ক ও 8 হাজার লিটার স্যানিটাইজ়ার এসেছে । তা জেলাগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে । রাজ্যে বর্তমানে 4 টি সরকারি এবং 2 টি বেসরকারি হাসপাতলে কোরোনা সংক্রামিত রোগীদের নমুনা পরীক্ষা করা হচ্ছে । রাজ্য সরকার পরীক্ষাগার বাড়ানোর চেষ্টা চালাচ্ছে ৷ "

Last Updated : Apr 4, 2020, 7:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details