কলকাতা, 3 মে : কোরোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় মৃত্যু হল আরও দু'জনের । এর ফলে রাজ্যে কোরোনায় মৃতের সংখ্যা দাঁড়াল 50 । স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় আরও 41জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । এখনও পর্যন্ত মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 663 ।
1 মে কোনও বুলেটিন প্রকাশ করেনি স্বাস্থ্য দপ্তর । গতকাল অর্থাৎ 2 মে দু'দিনের বুলেটিন একসঙ্গে প্রকাশ করা হয় স্বাস্থ্য দপ্তরের তরফে । গতকালের প্রকাশিত বুলেটিনে বলা হয়েছিল, মোট সংখ্যা 48 এবং আক্রান্তের সংখ্যা 656 । গতকালের বুলেটিন অনুযায়ী সুস্থ হয়েছেন 199 জন ।