কলকাতা, 13 অগাস্ট : কোরোনায় সংক্রমণে ফের রেকর্ড রাজ্যে ৷ একদিনে আক্রান্তের সংখ্যা 3 হাজার 74 জন ৷ মৃত্যু হয়েছে 58 জনের ৷ এনিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1 লাখ 13 হাজার 432 । মোট মৃতের সংখ্যা 2 হাজার 377 ।
গতকাল পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল 1 লাখ 10 হাজার 358 । আর আজ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1 লাখ 13 হাজার 432 । আজ 2 হাজার 647 জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে । সবমিলিয়ে এপর্যন্ত মোট 83 হাজার 836 জন সুস্থ হয়ে উঠেছে । আজ রাজ্যে সুস্থতার হার 73.91 শতাংশ ।