পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 120, ফের কেন্দ্র-রাজ্য তথ্যে বিভ্রান্তি - corona in west engal

এই মুহূর্তে রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা 120 । অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা 190 । আবারও তথ্য় নিয়ে বিভ্রান্তি।

ছবি
ছবি

By

Published : Apr 14, 2020, 7:42 PM IST

Updated : Apr 14, 2020, 11:24 PM IST

কলকাতা, 14 এপ্রিল : রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 120 । গতকাল মোট আক্রান্তের সংখ্যা ছিল 110 । এবার আরও 10 জনের শরীরে মিলল COVID19-এর সন্ধান । আজ স্বাস্থ্য দপ্তরের তরফে একথা জানানো হয়েছে । এদিকে, স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী গতকাল কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 152 । আজ তা বেড়ে হয়েছে 190 । তাই আবারও কেন্দ্র ও রাজ্যের তরফে প্রকাশিত তথ্য নিয়ে বিভ্রান্তি তৈরি হল ।

গতকাল স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী রাজ্যে কোরোনায় সংক্রমিতের সংখ্যা ছিল 110 । মৃতের সংখ্যা ছিল 7 । পাশাপাশি 2793 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । এদিকে গতকাল কেন্দ্রের তরফে প্রকাশিত রিপোর্টে বলা হয়, রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা 152 জন । এরপরই ফের কেন্দ্র ও রাজ্যের কোরোনা পরিসংখ্যান নিয়ে বিভ্রান্তি ছড়ায় । বিরোধীদের একাংশ অবশ্য কেন্দ্রের তথ্যকেই মান্যতা দিচ্ছে । তাঁদের বক্তব্য, রাজ্য সরকারের নিজেদের মধ্যেই বিভ্রান্তি রয়েছে । আক্রান্ত ও মৃতের সংখ্যা স্পষ্ট করতে চাইছে না সরকার ।

দিন দুয়েক আগেও রাজ্যের তরফে কোরানা আক্রান্তের সংখ্যা বলা হয়েছিল 89 । অন্যদিকে কেন্দ্রের পরিসংখ্যান বলছিল 116। প্রতিবার তথ্য প্রকাশের এই ফারাক নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের চিকিৎসদের বিশেষজ্ঞ দল ও স্বাস্থ্য দপ্তরের অ্যানালিসিস সেল নিয়ে। উল্লেখ্য, ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের তরফে একটি COVID-19 ডেটা অ্যানালিসিস সেল গঠন করা হয়েছে । এই সেলে কমিউনিটি মেডিসিন,এন্ডোক্রিনোলজি, নিউরো মেডিসিনের চিকিৎসক সহ মোট ন'জন সদস্য রয়েছেন । কিন্তু তথ্যে এই ফারাকের পর প্রশ্ন উঠেছে এই সেলের ভূমিকা নিয়ে । বিরোধীদের একাংশ বলছে তাহলে কি সঠিক ডাটা অ্যানালিসিস করছে না এই সেল ।

দিন কয়েক আগেই নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ছ'জন নয় রাজ্যে কোরোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। এরপরও তাঁর এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল । প্রশ্ন উঠেছিল, একের পর এক হাসপাতালের তরফে যখন ছজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল, তখন মমতা বলছেন, মাত্র তিনজনের মৃত্যু হয়েছে। এর আগে রাজ্যের মুখ্যসচিব ও বিশেষজ্ঞ দলের তরফেও একই দিনে দুটি তথ্য তুলে ধরা হয়েছিল । যা নিয়ে বিতর্ক হয়েছিল ।

চিকিৎসক সংগঠনের একাংশ থেকে বিরোধী সকলেই রাজ্য ও কেন্দ্রের এই তথ্যগত ফারাক নিয়ে সরব হয়েছে । তাদের কথায় এই ভয়াবহ পরিস্থিতিতে কোথাও যেন সঠিক বার্তা পাচ্ছে না মানুষজন । বারবার বিভ্রান্তি তৈরি হয়েছে । এর একটি স্থায়ী ও সঠিক সমাধান করা উচিত রাজ্য সরকারের ।

Last Updated : Apr 14, 2020, 11:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details