কলকাতা, 17 জুলাই : কলকাতায় কোরোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেল, কিন্তু কমল কনটেনমেন্ট জ়োনের সংখ্যা । কনটেনমেন্ট জ়োনের সংখ্যা কমে হয়ে গেল 24 । ছিল 28 । 11 টি জায়গা বাদ গেল এই তালিকা থেকে । অন্যদিকে নতুন করে যোগ হয়েছে 7টি এলাকা ।
চলতি মাসের 7 তারিখে কনটেনমেন্ট জ়োনগুলিতে লকডাউন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 8 তারিখ থেকে 28 টি জায়গায় লকডাউন শুরু হয় কলকাতায় । সেই সময় আক্রান্তের সংখ্যা ছিল 8, 368 জন । এখন আক্রান্তের সংখ্যা 11,471 । নতুন করে 3 হাজারের বেশি মানুষ কোরোনায় আক্রান্ত বলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট। গতকাল কলকাতায় কোরোনায় আক্রান্তের সংখ্যা 500 ছাড়িয়েছে । নতুন করে 3 হাজারের বেশি মানুষ শহরে কোরোনায় আক্রান্ত । সেখানে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা কমে যাওয়ায় বিভ্রান্ত পৌরনিগমের স্বাস্থ্য আধিকারিকরা । রাজ্য স্বাস্থ্য দপ্তর আক্রান্তের তালিকা তৈরি করেছে । সেই রাজ্য স্বাস্থ্য দপ্তরই তৈরি করেছে কনটেনমেন্ট জ়োনের তালিকা ।