পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হোম আইসোলেশনে নেই অনেকেই, ফোন ফিরহাদ হাকিমের কাছে - mayor in call

" টক টু মেয়রে " ফোন করে কোরোনা নিয়ে নানা অভিযোগ কলকাতাবাসীর ৷

ছবি
ছবি

By

Published : Mar 21, 2020, 7:49 PM IST

Updated : Mar 21, 2020, 9:45 PM IST

কলকাতা, 21 মার্চ : আজকে " টক টু মেয়র"-এ বেশ কয়েকটি জনপরিষেবামূলক ফোন আসে ফিরহাদ হাকিমের কাছে । তিনি বলেন, অনেকে ফোন করে তাঁকে জানাচ্ছেন যে কোরোনার জেরে তাঁরা আতঙ্কিত । এদিনের " টক টু মেয়র''-এ অনেকগুলি ফোন এসেছে কলকাতার নাগরিকদের তরফ থেকে । তাঁরা জানিয়েছেন, অনেকেই বিদেশ থেকে এসেছেন ।

দেখুন ভিডিয়ো

এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, যাঁরা বিদেশ থেকে আসছেন তাঁদের ওপর আমরা বিশেষ নজরদারি চালাচ্ছি । এয়ারপোর্ট থেকে নিয়মিত তথ্য নিয়ে তাঁদের ওপর নজরদারি রাখা হচ্ছে । কিন্তু যাঁরা হোম আইসোলেশনে রয়েছেন তাঁদেরও তো বাড়ির বাইরে বেরোতে হবে ৷ নিত্যপ্রয়োজনীয় কাজ তাঁদের রয়েছে । তাই অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ শহরবাসীকে । সেই সঙ্গে তিনি আশ্বাস দিয়ে বলেছেন যে পুলিশ এবং পৌর স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে দেখবেন যে হোম আইসোলেশন রয়েছেন কি না বিদেশ ফেরতরা ৷

Last Updated : Mar 21, 2020, 9:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details