পুরুলিয়া, 21 মার্চ : কোরোনার গুজবে বাড়িতে আগাম রেশন ও কাঁচা সবজি মজুত করছেন সাধারণ মানুষ । আগামীকাল জনতা কারফিউ, আর তার আগের দিন পুরুলিয়া শহরের হাটে বাজারে, মুদিখানায় উপচে পড়া ভিড় সাধারণ মানুষের । আর রেশন সামগ্রী ও কাঁচামাল যোগান দিতে হিমশিম খাচ্ছেন দোকানী ও ব্যবসায়ীরা ।
পুরুলিয়ার বাসিন্দা শুক্লা পাল বলেন, "কোরোনা আতঙ্কে এমনিতেই বাড়িতে কম বের হয় । তার উপর আগামীকাল জনতা কারফিউ । তাই আগের দিনই আগাম রেশন সামগ্রী ও কাঁচা সবজি মজুত রাখতে হচ্ছে বাড়িতে । দোকানগুলোতে উপচে পড়া ভিড় । দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ।"