কলকাতা, 16 মে: কোরোনা মহামারী এবার আইনজীবী থেকে কর্মী-অফিসারদের সুদীর্ঘকালের ঐতিহ্যবাহী পোশাকেও বদল ঘটাল । কয়েকদিন আগেই সুপ্রিমকোর্ট আইনজীবীদের পোশাকবিধি নিয়ে এক নির্দেশিকা দিয়েছিল । সেই বিধি মোতাবেক এবার কলকাতা হাইকোর্টের আইনজীবী ও কর্মী-অফিসারদের ঐতিহ্যবাহী পোশাকের পরিবর্তন ঘটল ।
সুপ্রিমকোর্ট ও বার কাউন্সিল অফ ইন্ডিয়ার নির্দেশমতো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এক নির্দেশিকায় জানিয়েছেন, আপাতত রাজ্যের সমস্ত আইনজীবী সাদা জামা/সাদা সালোয়ার কামিজ /সাদা শাড়ির সঙ্গে সাদা গলাবন্ধ পরে বসবেন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুনানির সময় । এই পোশাকবিধি রাজ্যের সমস্ত নিম্ন আদালতের কর্মচারী, সার্কিট বেঞ্চ ও হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরালকেও মানতে হবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ।