কলকাতা, 1 এপ্রিল : রাজ্যে আরও এক কোরোনা আক্রান্তের মৃত্যু । আজ বিকেলে পঞ্চসায়রের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় প্রৌঢ়ের । নয়াবাদের ওই বাসিন্দার বয়স হয়েছিল 66 বছর ।
ন'দিনের জ্বর নিয়ে 23 মার্চ পঞ্চসায়রের বেসরকারি ওই হাসপাতালে ভরতি হন হন প্রৌঢ় । গত 12 মার্চ পরিবারের সদস্যদের সঙ্গে পূর্ব মেদিনীপুরের এগরায় এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে গেছিলেন। ১৪ মার্চ জ্বরে আক্রান্ত হন তিনি। পাশাপাশি কয়েকদিন ধরে ইউরিনের সমস্যাও দেখা দিয়েছিল। ভেন্টিলেটরের সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, গতকাল থেকে এই আক্রান্তের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । বেসরকারি ওই হাসপাতালের চিফ এগজ়িকিউটিভ সুদীপ্ত মিত্র বলেন, "COVID-19 নিউমোনাইটিস সংক্রমণে এই আক্রান্তের মৃত্যু হয়েছে।"