কলকাতা, 20 এপ্রিল : কোরোনা সংক্রমণ রুখতে এবার লাল এবং কমলা জ়োনের শাখাগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন। দেশের শীর্ষ ব্যাঙ্কের অনুমতি নিয়ে আজ এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন সংগঠনের সম্পাদক সঞ্জয় দাস । রাজ্যের সমস্ত সংক্রমণ চিহ্নিত এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শাখা বন্ধ থাকবে ।
কোরোনা : রেড ও অরেঞ্জ জ়োনে বন্ধ থাকছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সমস্ত শাখা - রেড ও অরেঞ্জ জ়োনে বন্ধ থাকছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সমস্ত শাখা
রেড এবং অরেঞ্জ জ়োন কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকার মোট 245 টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় আপাতত কোনও সুবিধা পাবেন না গ্রাহকরা । সংক্রমণ এড়াতে এই সিদ্ধান্ত নিল অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসারস কনফেডারেশন ।
![কোরোনা : রেড ও অরেঞ্জ জ়োনে বন্ধ থাকছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সমস্ত শাখা kolkata](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6865538-723-6865538-1587370959776.jpg)
কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকার মোট 245 টি শাখায় আপাতত কোনও সুবিধা পাবেন না গ্রাহকরা । সংক্রমণ এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সম্পাদক সঞ্জয় দাস ।
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অর্থ সংগ্রহের জন্য রাজ্যের বিভিন্ন ব্যাঙ্কে উপচে পড়ছে গ্রাহকের ভিড় । চলতি মাসের 9 তারিখের মধ্যে গ্রাহকরা সব টাকা তুলে নিয়ে গেছেন । ব্যাঙ্ক ইউনিয়ন সূত্রে খবর, এরপরও কিছু মানুষ অযথা ব্যাঙ্কে ভিড় বাড়াচ্ছেন । পাসবুক আপডেটসহ অন্যান্য কাজ যেগুলি পড়ে করালেও হয়, সেই কাজের দোহাই দিয়ে অযথা ব্যাঙ্কে ভিড় বাড়ছে । ব্যাঙ্কের ভিড় থেকে সংক্রমণ হওয়ার আশঙ্কা থেকেই যায় । ফলে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন আজ সিদ্ধান্ত নেয়, কলকাতা সহ রাজ্যের সর্বত্র কোরোনা সংক্রমণ প্রভাবিত এলাকায় বিভিন্ন ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে ।