কলকাতা, 10 জুন: বুধবারের তুলনায় বৃহস্পতিবার করোনার সংক্রমণ কমল আরও কিছুটা ৷ মঙ্গলবারের তুলনায় বুধবার বেড়েছিল সুস্থতার হার ৷ তবে বৃহস্পতিবার সুস্থতার হার বুধবারের মতোই 97.83 শতাংশে দাঁড়িয়ে থাকল ৷ তবে সংক্রমণ কমার খবরে বঙ্গবাসী খানিকটা হলেও স্বস্তি খুঁজে পাবেন ৷
গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 5 হাজার 275 জন ৷ বুধবার সংখ্যাটি ছিল 5 হাজার 384 জন ৷ গত মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল 5 হাজার 427 জন ৷ অর্থাৎ দিন দিন খুব সামান্য করে হলেও রাজ্যে কমছে করোনায় সংক্রমণের সংখ্যা ৷ তবে বুধবারের তুলনায় সুস্থতার হার একই রয়েছে ৷ গত 24 সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 5 হাজার 170 জন ৷