বিধাননগর, 27 এপ্রিল : সল্টলেকের সেক্টর থ্রিয়ের এক বাসিন্দাকে কোরোনা সন্দেহভাজন হিসেবে ভরতি করা হয়েছে দক্ষিণ কলকাতার হাসপাতালে । যদিও সরকারিভাবে রিপোর্ট বিধাননগর পৌরনিগমের হাতে আসেনি । তবে, তাঁর পরিবার ও স্থানীয়দের সন্দেহ , তিনি আক্রান্ত হয়েছেন কোরোনাতে । পাশাপাশি, বিধাননগরের 6 নম্বর ওয়ার্ডের তেঘড়িয়াতে আরও 2 জনের কোরোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে ৷ সরকারিভাবে জানা গেছে, এই নিয়ে ওই ওয়ার্ডে মোট 8 জন আক্রান্ত হলেন কোরোনায় ৷
বিধাননগর পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ প্রণয় রায় বলেন, দু'জন নার্সের কোরোনা পরীক্ষায় রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ এছাড়াও 33 নং ওয়ার্ডের এক বাসিন্দা পেশায় নার্স ৷ তিনিও হাসপাতালে ভরতি ৷ যদিও তাঁর এখনও কোনও রিপোর্ট পৌরনিগমের হাতে আসেনি । তবে সাবধানতা হিসেবে 33 নং ওয়ার্ডে ওই নার্স যেখানে থাকতেন, সেই আবাসন ও আশপাশের এলাকাকে জীবাণুমুক্ত করা হয়েছে ।