কলকাতা, 22 মার্চ : কংগ্রেস এবং CPI(M) তাদের সদর দপ্তরে কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে চায় । সেই কারণেই সদর দপ্তরগুলিতে অযথা কর্মীদের আসতে নিষেধ করা হয়েছে । CPI(M)-র রাজ্য সদর দপ্তর মুজ়ফফর আহমেদ ভবনে দলীয় কর্মীদের আসতে নিষেধ করা হয়েছে । কংগ্রেসের প্রধান সদর দপ্তর বিধান ভবনেও একই ব্যবস্থা বলবৎ করা হয়েছে ।
রাজনৈতিক দলগুলির সদর দপ্তরে কড়াকড়ি, কর্মীদের আসতে নিষেধ - কলকাতা
বিভিন্ন রাজনৈতিক দলের সদর দপ্তরগুলিতে অযথা কর্মীদের আসতে নিষেধ করা হয়েছে ।
জেলার কর্মীদের বলা হয়েছে, প্রয়োজনে ফোনে যোগাযোগ করার জন্য । অযথা কার্যালয়ে ভিড় বাড়িয়ে আতঙ্কের পরিবেশ তৈরি না করতে । বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবনেই স্থায়ীভাবে থাকেন । পার্টি অফিসের তিনতলায় তাঁর বাসগৃহ । CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র কড়েয়া রোডের সরকারি আবাসনেই রয়েছেন । CPI(M)-র সদর দপ্তর মুজাফফর আহমেদ ভবনে অফিস কর্মীরাও ছুটি নিয়েছেন বলে জানা গিয়েছে । যারা মুজাফফর আহমেদ ভবনে স্থায়ীভাবে থাকেন, তাঁরাই কেবল রয়েছেন ।
কংগ্রেসের প্রধান সদর দপ্তর বিধান ভবনেরও একই অবস্থা । মূল ফটকটি বন্ধ করে দেওয়া হয়েছে । খুব প্রয়োজন ছাড়া কংগ্রেস কার্যালয়ে কেউ আসছেন না । প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও মিন্টো পার্কের বাড়িতে রয়েছেন । কংগ্রেস কর্মীদের বলা হয়েছে, প্রয়োজনে ফোনে যোগাযোগ করতে । কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেদিকে নজর রয়েছে সকলের ।