পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আতঙ্ক নয়, স্বাভাবিক অভ্যাস বজায় রাখুন : পরিবেশ প্রযুক্তিবিদ - লকডাউনে সুস্থ থাকার উপায়

লকডাউনে দিনের পর দিন বাড়িতে থাকায় মানসিক অবসাদ আসতে পারে অনেকের । সেসব কাটাতে বাড়িতেই নিজের জন্য সময় বের করে পছন্দের কাজ করতে বলছেন বিশেষজ্ঞরা । সঙ্গে বজায় রাখুন স্বাভাবিক অভ্যাস ।

পরিবেশ প্রযুক্তিবিদ
পরিবেশ প্রযুক্তিবিদ

By

Published : Apr 20, 2020, 9:46 AM IST

কলকাতা, 20 এপ্রিল : প্রতিদিনের হাজারো কাজের ব্যস্ততায় ফিরে দেখেননি নিজের এক টুকরো বাগানের দিকে । ছাদের উপরের ফুল গাছের টবগুলি শুকিয়ে থাকলেও, নিয়ম করে জল দেওয়া হয়নি । সূর্যের পর্যাপ্ত আলোও লাগেনি আপনার শরীরে, নিত্যদিনের ব্যস্ততায় । দীর্ঘ লকডাউনে বাড়ির চৌহদ্দির মধ্যে যখন আছেন, যে কাজগুলি করা হয়নি এতদিন, সেগুলি করুন । মনের আশ মিটিয়ে বাগান করুন । সকালবেলা ঘুম থেকে উঠে ফুল বাগানে বা ছাদের উপর ব্যায়াম করুন । একঘেঁয়ে বদ্ধ জীবনে যদি কোনওভাবে মানসিক অবসাদ আসে, তাহলে এইসব করলে সেসব থেকে মুক্তি পাবেনই । সূর্যের আলো এবং খোলা আকাশ অবসাদ থেকে মুক্তি দেবে । এমনই বলছেন পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্রমোহন ঘোষ ।

কোরোনা নিয়ে মানসিক চিন্তা দিন দিন বাড়ছে । কোরোনার প্রকোপ আছে । আরও কিছুদিন থাকবে । বাড়ি থেকে কাজ, বাইরে না বেরোতে পারা, মানুষজনের সঙ্গে কথোপকথন না হওয়া তৈরি করতে পারে মানসিক অবসাদ । যা প্রভাব ফেলতে পারে ব্যক্তিগত জীবনে । বিশেষ করে স্বনির্ভর গোষ্ঠীতে যাঁরা কাজ করেন । যাঁদের দিন আনা দিন খাওয়া কাজ । অথবা যাঁরা ছোটো ব্যবসায় । কী করবেন আগামী দিনে, কীভাবে জুটবে খাবার সেসব নিয়ে মানসিক চিন্তার শেষ নেই । প্রত্যেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছেন । এই অবস্থায় কোরোনার প্রকোপ কাটলেও সবকিছু স্বাভাবিক হতে কতটা সময় লাগবে সেই নিয়েও চিন্তা কম নয় ।

কোরোনা নিয়ে তথ্য জানার আগ্রহে সারাক্ষণ মানুষ তাকিয়ে টিভির পর্দায় । সংবাদের চ্যানেল ঘুরিয়ে দেখছেন, কী হবে আগামীদিনে কেউ জানেন না । এই পরিস্থিতিতে সকলের মনে একটা চাপা ভয় কাজ করে । বিশ্বে কোরোনার জেরে মৃত্যু মিছিল কারোরই তো অজানা নয় । তাই বেশিরভাগ মানুষই আতঙ্কিত, চিন্তিত । আর এর জেরে খাবারের অভ্যেসে বদল এসেছে । বদল এসেছে ঘুমের সময়তেও । মানসিক ভয় এবং চিন্তা জটিল সব অসুখ তৈরি করতে পারে । বলছেন পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্রমোহন ঘোষ ।


তিনি জানাচ্ছেন, শরীরে পর্যাপ্ত সূর্যের আলোর সঙ্গে খোলা হাওয়ায় ব্যায়াম যেমন প্রয়োজন । তেমনই গান শোনাও খুব দরকার । সব কাজ দূরে রেখে নিজের জন্য সময় বের করতে হবে । সেই সময় নিজের পছন্দের কাজ করলে মন ভালো থাকবে । বাধ্যতামূলক, গান শোনা । নতুন প্রজন্মের কিশোর-কিশোরীরা এবং যুবক-যুবতিরা যারা রোজ খেলাধুলা করত, তাদের মানসিক অবসাদ আসতে পারে । অবসাদ যাতে না আসে তার জন্য বাড়িতে বসেই অনলাইনে গঠনমূলক ভিডিয়ো বা গল্পের বই পড়া যেতে পারে ।

বাড়িতে থাকায় অনেকেই রোজ হেভি ফুড খাচ্ছেন । তাতে শারীরিক বিভিন্ন সমস্যা হতে পারে । পর্যাপ্ত ভিটামিন, পানীয় জল এবং হালকা খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন সোমেন্দ্রমোহন ঘোষ । সবশেষে তিনি বলছেন, "বাড়িতে থাকুন, নিয়ম মেনে খাবার খান, ঘুমোন ও সুস্থ থাকুন ।"

ABOUT THE AUTHOR

...view details